পুজোর আবহে হাওড়া স্টেশনে মিলল টাকার পাহাড়। উদ্ধার নগদ ৩২ লক্ষ টাকা, সঙ্গে আটক ২ ব্যক্তি। OMR শিট দুর্নীতি মামলায় নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। আকাশপথে ভয়ংকর হামলা ইজরায়েলের। ৫০০ ছাড়াল গাজার হাসপাতালে নিহতের সংখ্যা। শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পুজোর মুখে বাংলার সংস্কৃতিজগতে ইন্দ্রপতন। ৮৯ বছ বয়সে প্রয়াত কিংবদন্তি কার্টুনিস্ট অমল চক্রবর্তী। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া তাঁর অনুরাগী মহলে।
হেডলাইন:
আরও শুনুন: 17 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- সমলিঙ্গ বিবাহে ‘না’, যুগলদের সুরক্ষায় নির্দেশ সুপ্রিম কোর্টের
আরও শুনুন: 16 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- পুজো উদ্বোধনে কলকাতায় শাহ, রাজ্যবাসীকে জানালেন শুভেচ্ছা
বিস্তারিত খবর:
1. পুজোর আবহে হাওড়া স্টেশনে মিলল টাকার পাহাড়। হাওড়ার ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার করল আরপিএফ। বিপুল নগদ-সহ দুজনকে আটক করা হয়েছে। দুজনই বিহারের বাসিন্দা বলে দাবি আরপিএফ-এর।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্টেশনে নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিল রেলপুলিশ। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৮ নম্বর প্ল্যাটফর্মে ডাউন লক্ষ্মীসরাই হাওড়া এক্সপ্রেস ঢোকে। ওই সময় দুই যাত্রীকে বেশ কিছু ক্ষণ ধরে ৮ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের গতিবিধি দেখে সন্দেহ হয় আরপিএফ কর্মীদের। দুই যাত্রীকে আটক করে তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ টাকা। রেল সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা এবং সুরেশ মণ্ডল। দু’জনের বয়স যথাক্রমে ৬৫ এবং ৬৪ বছর। তাঁদের এক জনের বাড়ি বিহারের লক্ষ্মীসরাই এবং অন্য জনের বাড়ি জামালপুরে। কোথা থেকে এত টাকা নিয়ে এসেছেন, কোন কাজে এসেছেন— এমন সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ওই দুই ব্যক্তি। এরপর গ্রেপ্তার করা হয় দুজনকে। বাজেয়াপ্ত করে আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে টাকাও।
2. ওএমআর শিট দুর্নীতি মামলায় এবার নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল। তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই সিবিআই দপ্তরে হাজিরা দিলেন পর্ষদ সভাপতি ও ডেপুটি সেক্রেটারি।
ওএমআর শিট দুর্নীতি মামলায় চতুর্থীতে হাই কোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। ওই রিপোর্টে পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওএমআর শিটের ডিজিটাইজ ডেটার বদলে পর্ষদের তরফে প্রিন্ট করে কপি দেওয়া হয়েছে। হাই কোর্টের দাবি, সিবিআই রিপোর্টে স্পষ্ট যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য দুর্নীতিতে পুরোপুরি যুক্ত। দুর্নীতির স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ওএমআর শিটের ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল বলেও দাবি হাই কোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই সংক্রান্ত আরও তথ্যের খোঁজে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে কারণেই দুজনকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। যদি তাঁরা তদন্তে সহযোগিতা না করেন, তবে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।