প্রাথমিকে এখনই বাতিল নয় ২৬৯ জন শিক্ষকের চাকরি। হাই কোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ শীর্ষ আদালতের। নির্দেশ চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার। মালবাজারে নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। তুলে দিলেন চাকরির নিয়োগপত্র। প্রশাসনিক বৈঠক থেকে সিভিক ভলান্টিয়ারের পদে নিয়োগ ৫৩ জন আদিবাসীকেও। সুপ্রিম কোর্টে স্বস্তি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
১। আপাতত চাকরি বাতিল হচ্ছে না ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট, তার উপর মঙ্গলবার স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই বিষয়ে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বহাল থাকছে সকলের চাকরি। চার সপ্তাহের মধ্যে ওই ২৬৯ জনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ২৬৯ জনের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গল বেঞ্চের সেই রায় বহাল থাকে ডিভিশন বেঞ্চেও। এরপর এই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন আবেদনকারীরা। তার জেরেই হাই কোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত। এই বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে মত বিচারপতিদের। আর তাই ২৬৯ জনকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ নিয়ে প্রত্যেক চাকরিপ্রার্থীদের আইনজীবীদের ব্যাখ্যা দিতে হবে সুপ্রিম কোর্টে। ফলত এই মামলা চলাকালীন আপাতত চাকরি বহাল থাকছে ওই শিক্ষকদের।
২। মালবাজারে পৌঁছে সোমবারই হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। আশ্বাস দিয়েছিলেন পাশে থাকার। কথামতো মঙ্গলবার নিহতদের পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। দুর্গাপুজোর বিসর্জনের দিন মালবাজারে হড়পা বানে মৃতদের পরিবারের পাশে আগেই দাঁড়িয়েছিল রাজ্য সরকার। মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল ২ লক্ষ টাকার চেক। আহতরা পেয়েছিলেন ৫০ হাজার টাকা। এরপর সোমবারই নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মালবাজারে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে মৃতদের পরিবারের হাতে তুলে দিলেন চাকরির নিয়োগ পত্র। পাশাপাশি, এই প্রশাসনিক বৈঠক থেকে ৫৩ জন আদিবাসীকে সিভিক ভলান্টিয়ারের পদে চাকরির নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় রেড রোডে পুজো কার্নিভ্যালের দিন একটি আদিবাসী দল নৃত্য পরিবেশন করতে এসেছিল। সেই দলটি মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আরজি জানিয়েছিল। এদিন তাঁদেরও প্রত্যাশা পূরণ করলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।