গার্ডেনরিচ কাণ্ডে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বেআইনি নির্মাণে গ্রেপ্তার ১। ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। আর্থিক সাহায্য ঘোষণা সরকারের। ভোট ঘোষণা হতেই রাজীব কুমারকে সরাল কমিশন। রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। নির্বাচনী বন্ড ইস্যুতে ফের সুপ্রিম তোপে এসবিআই। টানা পঞ্চমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
হেডলাইন:
আরও শুনুন: 17 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- অভিষেকের বিরুদ্ধেই লড়তে চাই, ভোট ঘোষণার পর হুঙ্কার নওশাদের
আরও শুনুন: 16 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- দেশজুড়ে ৭ দফায় লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন
বিস্তারিত খবর:
1. গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভাঙার ঘটনায় তোলপাড় রাজ্যে। রাতভর উদ্ধারকাজের পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০, আহত বহু। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এদিন মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী নিজে। হেঁটেই এলাকা পরিদর্শন করেন তিনি। আহতদের দেখতে যান নিকটবর্তী নার্সিংহোমে। নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পাশাপাশি বেআইনি নির্মাণের কথা মেনে নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। ঘটনাস্থলে দাঁড়িয়েই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রোমোটারদের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শোকজ করা হয়েছে কলকাতা পুরসভার ৩ ইঞ্জিনিয়রকেও। যদিও বেআইনি নির্মাণের জন্য বাম আমলের দিকেই তোপ তৃণমূলের। এদিকে এই দুর্ঘটনাকে ‘তৃণমূলের তৈরি বিপর্যয়’ বলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
2. ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রশাসনিক রদবদল। রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরাল কমিশন। তাঁর পরিবর্তে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে এলেন বিবেক সহায়। দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলেছেন তিনি। রাজীব কুমারকে তথ্য ও তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
২০১৬ সালের বিধানসভা ভোটের আগেও রাজীব কুমারকে পদ থেকে সরিয়েছিল কমিশন। এবারও বিরোধীরা অভিযোগ তোলেন, রাজীব কুমার পক্ষপাতদুষ্ট। তাঁকে ঘিরে বিতর্ক ছিল আগেও। এর আগে সিবিআইয়ের হাতে তাঁর গ্রেপ্তারি আটকাতে রাস্তায় বসে রীতিমতো ধরনা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্য সরকারের ‘আস্থাভাজন’ রাজীব কুমারকে অপসারণের কথা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। “বিজেপি সরকারি প্রতিষ্ঠানকে ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে”, দাবি কুণাল ঘোষের। তবে শুধু বাংলা নয়, আরও ৬ রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে রদবদলের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।