নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও বিপাকে ধৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তের সম্পত্তির খোঁজে হুগলি জুড়ে তল্লাশি ইডির। নয়ডা থেকে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার জিতেন্দ্র তিওয়ারি। ভুয়ো অর্থলগ্নি সংস্থা মামলায় আরও বিপাকে আইনজীবী সঞ্জয় বসু। ডিএ আন্দোলনকারীদের পাশে নওশাদ সিদ্দিকি। রুদ্ধশ্বাস অভিযানের পর আটক খলিস্তানি নেতা অমৃতপাল সিং। অনুব্রতর হিসাবরক্ষকের ১৫ কোটির সম্পত্তির হদিশ পেল ইডি।
হেডলাইন:
আরও শুনুন: 16 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’, দিনক্ষণ জানাল নবান্ন
বিস্তারিত খবর:
1. শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার আরও বিপাকে ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তের বিপুল সম্পত্তির খোঁজে হুগলি জেলাজুড়ে তল্লাশিতে নামল ইডি। শনিবার ব্যান্ডেল এবং বলাগড়ে দু’ভাগে বিভক্ত হয়ে জোর তল্লাশি চালাল ইডির ছ’সদস্যের একটি দল।
যুব তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি হুগলি জেলা পরিষদের সভাধিপতি ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়ার পর শান্তনুকে দল থেকে বরখাস্ত করা হয়েছে। আর তারপর শান্তনুর জানা গিয়েছে, ব্যান্ডেলের নিবেদিতা পার্কে বিলাসবহুল বাড়ি রয়েছে শান্তনুর। বাড়িটি তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার নামে। যদিও এই বাড়িতে কেউ থাকেন না তাঁরা। এদিন তালা ভেঙে সেই বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি চালালান আধিকারিকেরা। ইডির আরেকটি দল হানা দিয়েছিল বলাগড়ে শান্তনুর বিশাল গেস্ট হাউসে। জানা গিয়েছে, এই গেস্ট হাউসটি ১০ বিঘা জমির উপর তৈরি। অভিযোগ, আশেপাশের বহু মানুষের জমি বেদখল করেই এই গেস্ট হাউস তৈরি করেছিলেন শান্তনু। বাড়ি এবং গেস্ট হাউস সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গেও এদিন কথা বলেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। শান্তনুর সম্পত্তির খোঁজে এদিন হুগলির মোট ৬ জায়গায় তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
2. আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠান পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শনিবার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। কম্বল কাণ্ডে ৩ জনের মৃত্যু হওয়ার পর আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র ও তাঁর স্ত্রী তথা কাউন্সিলর চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। গ্রেপ্তারি এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। প্রথমে রক্ষাকবচ পেলেও তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হাই কোর্টে নতুন করে রক্ষাকবচ চেয়েছিলেন তিওয়ারি দম্পতি। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেনি আদালত। খারিজ হয়ে গিয়েছিল আগাম জামিনের আবেদনও। তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছিলেন বলেও খবর। গত কয়েকদিন ধরে দিল্লিতেই ছিলেন তিওয়ারি দম্পতি। পুলিশ সূত্রে খবর, ১০ দিন আগে আসানসোল-দুর্গাপুর পুলিশের একটি দল দিল্লি পৌঁছয়। বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় তারা। অবশেষে এদিন আগ্রা যাওয়ার পথে জিতেন্দ্রকে গ্রেপ্তার করল পুলিশ। এই গ্রেপ্তারি রাজনৈতিক প্রতিহিংসামূলক, অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। পালটা বিজেপি নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।