দোলের উৎসবের মাঝেই শুটআউট খোদ কলকাতায়। মদ্যপ অবস্থায় মহিলাকে আবির মাখানো নিয়ে বচসা। রিজেন্ট পার্কে গুলিতে খুন যুবক। আসানসোল-বালিগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। এবার সাংসদ পদের লড়াইয়ে অগ্নিমিত্রা পল। বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী কেয়া ঘোষ। ভয় ধরাচ্ছে করোনা। বিপুল সংক্রমণ দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বাড়ছে ইউরোপের করোনা গ্রাফও। রাজ্যগুলিকে নয়া নির্দেশিকা মোদি সরকারের।
হেডলাইন:
আরও শুনুন: 15 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- ‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়’, হিজাব বিতর্কে রায় কর্ণাটক হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. রঙের উৎসবে আনন্দের মাঝে আতঙ্ক কলকাতায়। দোলের দিন শুটআউট শহরে। শুক্রবার দুপুরে রিজেন্ট পার্কে গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, দোলের দিন রং লাগানো নিয়ে বন্ধুদের মধ্যে ঝামেলা থেকেই ঘটে গিয়েছে এমন অপ্রীতিকর ঘটনা। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
এদিন দুপুরে রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকায় দোলে মেতে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিহত দিলীপ চৌহান উত্তরপ্রদেশের বাসিন্দা। পেশায় বাদাম বিক্রেতা। দোলের দিন সকাল থেকে তিনি এবং কয়েকজন বন্ধু মদ্যপান করেছিলেন। এরপর এক মহিলাকে আবির মাখানো নিয়ে বন্ধুদের মধ্যেই বচসা শুরু হয়। তা তখনকার মতো থেমে গেলেও পরে সুজিত মালিক নামে এক বন্ধু চ্যালেঞ্জ ছুঁড়ে জানায়, তার কাছে বন্দুক আছে। বন্ধুরা তার কথায় পাত্তা না দেওয়ায় আচমকা গুলি চালিয়ে দেয় সে। গুলি লাগে দিলীপ চৌহানের তলপেটে। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হলে, সেখানেই মৃত্যু হয়। পরে জানা গিয়েছে, গুলির ঘটনায় জখম হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পরই অভিযুক্ত সুজিত মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
দোলের দিন গুলিতে খুনের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। অশান্ত হয়ে ওঠে নতুন পল্লি। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় সেখানে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের সত্যতা যাচাই করে দেখছেন তদন্তকারীরা। রঙের উৎসবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনও অবনতি না হয়, তার জন্য পুলিশের তরফে সতর্কবার্তা দেওয়া হয় আমজনতাকে। এবারও সেদিকে কড়া নজর ছিল। কিন্তু সেসবের মাঝেই ঘরোয়া বিবাদ থেকে গুলি করে খুনের মতো ঘটনা ঘটে গেল দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে।
2. আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। আসানসোল লোকসভা কেন্দ্রে এবার সাংসদ পদের জন্য লড়াইয়ে নামছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আর বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী নবাগতা কেয়া ঘোষ। তিনি বিজেপি মিডিয়া প্যানেলিস্ট। বালিগঞ্জের মতো অভিজাত এলাকায় তাঁর কাঁধে ভর করেই লড়াইয়ে নামছে বঙ্গের গেরুয়া ব্রিগেড। এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন বাবুল সুপ্রিয়। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের স্ত্রী সায়রা হালিম।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। মহিলা মোর্চা নেত্রীর পর বিধায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স বেশ ভাল। এছাড়া আসানসোল তাঁর পরিচিত এলাকা। ফলে বিধানসভার পর এবার লোকসভার লড়াইয়েও এখানে অগ্নিমিত্রাকে এগিয়ে দেওয়া হল। তাঁর লড়াই তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এবং সিপিএমের জেলা কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। বাবুল সুপ্রিয়র ছেড়ে যাওয়া জায়গায় কি অগ্নিমিত্রা পারবেন গেরুয়া শিবিরের জয়ের ধারা অব্যাহত রাখতে? ইতিমধ্যেই তা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।
অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে একেবারে নতুন মুখ তুলে এনেছে বিজেপি। এই কেন্দ্রের প্রার্থী প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষ। তিনি মহিলা মোর্চার অত্যন্ত সক্রিয় নেত্রী, দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন। অভিজাত এলাকার নির্বাচনী লড়াইয়ে তাই নবাগতাকে নামিয়েই বাজিমাত করার লক্ষ্যে এগোল গেরুয়া শিবির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।