কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধেই FIR। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। দুর্ঘটনার বলি মালদহের শিশুকন্যা। লোকসভার ফলে আত্মতুষ্টি নয়। বিধানসভা ভোট নিয়ে কোচবিহার থেকে সতর্কবার্তা মমতার। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে বারাণসীতে মোদি। শেয়ার মার্কেট কেলেঙ্কারিতে তদন্তের দাবিতে সেবি অফিসের বাইরে বিক্ষোভ তৃণমূলের। উপনির্বাচনে ওয়ানড়ে প্রার্থী দিচ্ছে সিপিআই এবং বিজেপিও।
হেডলাইন:
আরও শুনুন: 17 জুন 2024: বিশেষ বিশেষ খবর- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত অন্তত ৮, কেন্দ্রকে তোপ মমতার
বিস্তারিত খবর:
1. কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মালগাড়ির মৃত চালকের বিরুদ্ধেই দায়ের হল এফআইআর। জানা গিয়েছে, তুলনামূলক দ্রুতগতিতে চলছিল মালগাড়িটি। এই নিয়ে নিউ জলপাইগুড়ির জিআরপির কাছে অভিযোগ করেছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক মহিলা যাত্রী। তবে যে চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, মালগাড়ির সেই লোকো পাইলট অনিল কুমারের মৃত্যু হয়েছে দুর্ঘটনাস্থলে।
উত্তরবঙ্গে রেল দুর্ঘটনার ২৪ ঘণ্টা পরও সঠিক কারণ জানা যায়নি। রেলের তরফেও এই সংক্রান্ত কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এই আবহে বারবার রেলমন্ত্রী ও রেলের উচ্চ পদস্থ কর্মীদের পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহলে। ঘটনার কারণ নিয়েও উঠে আসছে নানা ব্যাখ্যা। এদিকে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। মঙ্গলবার প্রাণ গেল এক খুদের। মালদহের সামসির বাসিন্দা ওই নাবালিকা ভর্তি ছিল উত্তরবঙ্গ মেডিক্যালে। হাসপাতালে চিকিৎসাধীন মৃতার বাবা-মাও। জানা গিয়েছে, খুদের বয়স মাত্র ৬। বাবা-মা দুজনেই পেশায় শিক্ষক। ভয়ংকর দুর্ঘটনায় মুহূর্তে বদলে গিয়েছে তিনজনের জীবন। ঘটনায় শোকের ছায়া পরিবারে।
2. লোকসভা নির্বাচনের পর প্রথমবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দলীয় বৈঠক সারেন মমতা। সেখানে, উত্তরবঙ্গে তৃণমূল নেতৃত্ব তথা উদয়ন গুহ, রবীন্দ্রনাথ ঘোষদের প্রতি তাঁর বার্তা, ফলাফলে আত্মতুষ্টিতে ভুগলে হবে না। নিজেদের দ্বন্দ্ব ভুলে আরও কাজ করতে হবে। সামনে বিধানসভা নির্বাচন। তাতেও যেন এমনই ভালো ফলাফল হয়। এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ফুল ফুটিয়েছে তৃণমূল। সেই নিয়ে, স্থানীয় নেতৃত্বের প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো। তবে আগামী উপনির্বাচন ও ২৬-র বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই সকলকে সতর্ক থাকতে বলেছেন মমতা। এদিকে, মঙ্গলবার কোচবিহারে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এ প্রসঙ্গে যাবতীয় রাজনৈতিক জল্পনা উড়িয়েছেন বিজেপির অনন্ত মহারাজ। সাক্ষাৎপর্বকে নিতান্তই ‘সৌজন্য’ বলেছেন তিনি। এদিন দুজনের মধ্যে রাজনীতির কোনও কথা হয়নি বলেই দাবি বিজেপি সাংসদের। জানা গিয়েছে, কোচবিহারে বিজেপি নেতার বাড়ি দেখে মুগ্ধ হয়েছেন মমতা। অনন্ত নিজেও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সাক্ষাতে তিনি আনন্দ পেয়েছেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।