বেঙ্গালুরুতে মেগা বৈঠকে বড় সিদ্ধান্ত। ইউপিএ-র ইতি, বিরোধী জোটের নয়া নাম ইন্ডিয়া। প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয়, দাবি কংগ্রেসের। বিজেপিবিরোধী মঞ্চের ‘নেতৃত্বে’ বাংলার মুখ্যমন্ত্রী। জোটের নয়া নামের প্রস্তাবও মমতারই। বৈঠক ফলপ্রসূ, রাহুলকে ‘ফেভারিট’ বলে দাবি নেত্রীর। বিজেপিবিরোধী জোট নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর। ধর্ষণ মামলায় ফের স্বস্তি নওশাদের। মোদি পদবি মামলায় কারাদণ্ডের উপর স্থগিতাদেশের আরজি। আদালতে আপাতত স্বস্তি ব্রিজভূষণ সিং-এর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. জল্পনা ছড়িয়েছিল পাটনার বৈঠকের পর থেকেই। আর বেঙ্গালুরুতে মেগা বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল বিরোধী জোটের নাম। বৈঠক শেষে ঘোষণা করা হল, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে ২৬টি বিরোধী দল। যার নাম ‘ইন্ডিয়া’, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স।
বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দ্বিতীয় দিনে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব-সহ বিরোধী দলের তাবড়-তাবড় নেতারা। ২৬টি দলের বিরোধী বৈঠক শেষ হতেই ইঙ্গিতপূর্ণ টুইট করেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক। তিনি লেখেন, “চক দে ইন্ডিয়া।” তার খানিক পরই আরজেডি আর শিব সেনার তরফে এই নাম নিশ্চিত করা হয়। চব্বিশের লোকসভায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য এই নামের মধ্যে দিয়েই দেশাত্মবোধ উসকে দিতে চাইল বিরোধীরা, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি ‘ইনক্লুসিভ’ শব্দটি ব্যবহার করে বিজেপির বিভাজনের রাজনীতিকেও নিশানা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মনমোহন সিং সরকারের সময় ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট বা ইউপিএ-র জন্ম। কিন্তু বর্তমানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে আরও কিছু নতুন সর্বভারতীয় ও আঞ্চলিক দল। সবদিক বিচার করেই তাই নতুন জোটের নতুন নাম ঘোষণার চিন্তাভাবনা শুরু হয়েছিল। এদিনের বৈঠকে কংগ্রেস আরও জানিয়ে দিল, প্রধানমন্ত্রী পদের জন্য লালায়িত নয় দল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-র কথায়, “আমাদের উদ্দেশ্য কেবল ক্ষমতা দখল নয়। দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়কে রক্ষা করাই লক্ষ্য।” বিরোধী দলগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে তা মেনে নিয়েও খাড়গের দাবি, জনকল্যাণের জন্য, বৃহত্তর স্বার্থের জন্য সেই পার্থক্য ত্যাগ করা যায়। বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন রাহুল গান্ধীও। মহারাষ্ট্রের মুম্বইয়ে হবে এই জোটের পরবর্তী বৈঠক।
2. পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকের পর এদিন বিজেপির উদ্দেশে হুঙ্কার ছুঁড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে NDA? পারলে লড়ে দেখান।” বেঙ্গালুরুতে জোটমঞ্চে এদিন কার্যত নেতৃত্ব দিলেন মমতা। জোটের নয়া নামের প্রস্তাবও মমতারই। দেশের নামেই নতুন একটি মঞ্চে সমবেত হোক ২৬টি বিরোধী দল, এই প্রস্তাব করেছিলেন মমতা। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে রাজি হন কংগ্রেস-আপ-শিবসেনার উদ্ধব শিবির সহ সবকটি বিজেপি বিরোধী রাজনৈতিক দল।
বেঙ্গালুরুর বৈঠক শেষে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রের শাসক শিবিরের সমালোচনা করেন মমতা। বিজেপিকে তোপ দেগে বলেন, “মোদি সরকারের একমাত্র কাজ হল সরকার কেনাবেচা।” তিনি অভিযোগ করেন, “৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি।” অন্যতম জোটসঙ্গী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ফেভারিট’ বলে তাঁর প্রশংসা করেন মমতা। বেঙ্গালুরুর বিরোধী বৈঠক ফলপ্রসূ এবং গঠনমূলক, বৈঠক থেকে বেরিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই বার্তা টুইট করেছে কংগ্রেসও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।