বাংলার রাজ্যপাল পদে শপথ লা গণেশনের। মণিপুরের পাশাপাশি সামলাবেন বাংলার দায়িত্বও। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী-সহ শাসকদলের সাংসদ-বিধায়করা। আরও সংকটে মধ্যবিত্ত। প্যাকেটজাত খাদ্যদ্রব্যে এবার জিএসটি-র কোপ। দেশে মহার্ঘ হচ্ছে নিত্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী। সোমবার থেকেই কার্যকর নয়া মূল্য। টিকাকরণের সাফল্য। দেশে এক ধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ-ও। দেড় হাজারেরও নিচে নামল দৈনিক সংক্রমণ।
হেডলাইন:
আরও শুনুন: 17 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- কোভিড টিকাকরণে ২০০ কোটির গণ্ডি পেরল ভারত, প্রশংসা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 16 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- উপরাষ্ট্রপতি পদে চমক এনডিএ-র, প্রার্থী জগদীপ ধনকড়
বিস্তারিত খবর:
1. শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন। মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি। সোমবার সন্ধেয় রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসকদলের সাংসদ, বিধায়করা। আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনে সোমবারই প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জগদীপ ধনকড়। ঠিক তার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁর বদলে রাজ্যপাল পদে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে। তবে পরবর্তী সময়ে বাংলার স্থায়ী রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হবে অন্য কাউকে।
2. পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচনের দিনও জারি রইল তরজা। সোমবার ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করেন খোদ রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। তিনি জানান, “টাকার খেলা চলছে। টাকা দিয়ে সরকার পক্ষের দিকে ভোট টানার চেষ্টা, রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে।” শুধু রাজনৈতিক লড়াই নয়, এই নির্বাচনে সরকারি এজেন্সিগুলোর বিরুদ্ধেই লড়াই করছেন তিনি, এমনটাই বক্তব্য যশবন্ত সিনহার। এদিন ভোট দিতে গিয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ‘রিসর্ট’ রাজনীতি নিয়ে টুইটারে গেরুয়া শিবিরকে খোঁচা দেওয়ার পর এদিন বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, ”ক’জন বিধায়ক বিজেপিতে রয়েছে, তা ওরা নিজেরাই জানে না। বিজেপিশাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায় তাঁদের তো হোটেলবন্দি করে রাখতে হচ্ছে না। নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি।” বিধায়কদের ‘ক্রস ভোটিং’ আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি, এমনই অভিযোগ তুলেছে তৃণমূল। এদিকে ‘ক্রস ভোটিং’ ইস্যুতে অধিকারী পরিবারের দুই বিতর্কিত সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী জানালেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের নির্দেশমতোই ভোট দিয়েছেন তাঁরা। যদিও দ্রৌপদী মুর্মু যে ভাল প্রার্থী সে কথাও গোপন করেননি তাঁরা। ওয়াকিবহাল মহলের দাবি, দলবিরোধী আইনের হাত থেকে বাঁচতেই এধরনের বিবৃতি দিলেন দুই সাংসদ। দিনের শেষে কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ভাবেই মিটেছে রাষ্ট্রপতি নির্বাচন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।