সন্দেশখালির ঘটনা ঘটানো হচ্ছে। কোনও মহিলা অভিযোগ করেননি, দাবি মুখ্যমন্ত্রীর। বিজপিকে নিশানা করে আধার বাতিল ইস্যুতেও সরব মমতা। এখনও অনুব্রতর পাশেই তৃণমূল। সন্দেশখালি কাণ্ডে পুলিশ হেফাজতে শিবু। সভাপতি পদে মেয়াদ বাড়ল নাড্ডার। রামমন্দির ইস্যুতে কংগ্রেসকে তোপ শাহ-র। যশস্বীর ডাবল সেঞ্চুরি, জাদেজার দুরন্ত বোলিং। ইংল্যান্ডকে উড়িয়ে রাজকোটে ‘ভারত রাজ’। মনোজের শেষ ম্যাচে জয় দিয়ে রনজি শেষ বাংলার।
হেডলাইন:
আরও শুনুন: 16 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি ঘটনার জল শীর্ষ আদালতে, দায়ের জনস্বার্থ মামলা
বিস্তারিত খবর:
1. বীরভূম থেকে সন্দেশখালি ইস্যুতে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সন্দেশখালিকে পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে। মমতার কথায়, “বাংলায় জট পাকানোর চেষ্টা চলছে। একটা ঘটনা ঘটেছে। ঘটানো হয়েছে। প্রথমে ইডি গিয়ে অশান্তি শুরু করেছে। তার পর তার বন্ধু বিজেপি ঢুকেছে।” এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কোনও মহিলা কোনও অভিযোগ করেননি। তিনি জানান, গ্রামে অফিসার পাঠাবেন। যার যা অভিযোগ আছে তাঁর কাছে জানাতে হবে। কেউ যদি কোনও সুবিধা দেওয়ার নামে টাকা নিয়ে থাকে, তা প্রমাণিত হলে সেই অর্থ ফেরতের আশ্বাসও দেন মমতা। এদিকে, আচমকা আধার কার্ড বাতিল ইস্যুতে আরও একবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে NRC করার চক্রান্ত হচ্ছে বলেই দাবি তাঁর। লোকসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে কেন্দ্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ। তবে কোনওভাবেই পরিষেবা বন্ধ হবে না বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর। তাঁর কথায়, “বাংলার একটি স্কিমকেও আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে দেব না। দরকার হলে ব্যাঙ্ক ছাড়া কাজ করব।” একইসঙ্গে ভোটার তালিকায় অবশ্যই সকলকে সতর্কভাবে নাম নথিভুক্তকরণের অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী।
2. লোকসভা ভোটের আগে ফের জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সিউড়িতে প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি বলেন, “কেষ্টকে কতদিন ধরে জেলে ভরে রেখেছে, কিন্তু মানুষের মন থেকে ওকে মুছে ফেলতে পারেনি। ও কাজ করতে জানে বলে জেলে আটকে দিয়েছে।” বীরভূমের দাপুটে নেতা গ্রেপ্তারির পর থেকেই নেত্রীর অভিযোগ, অনুব্রত প্রতিহিংসার শিকার, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে জোর করে গ্রেপ্তার করেছে। রবিবারও ফের কেষ্টর গড় থেকে একই অভিযোগ এনে, অনুব্রতর পাশেই দল রয়েছে এমন বার্তা দিলেন মমতা। এদিকে, আরাবুলের গ্রেপ্তারি নিয়েও বিশেষ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। নাম না করে বিশেষ কিছু রাজনৈতিক নেতাকে তোপ-ও দাগেন মমতা। যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।