এবার প্রশ্নের মুখে ১৭ বিরোধী নেতার সম্পত্তিবৃদ্ধি। হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা। নাম সেলিম-শুভেন্দু-দিলীপদের। মন্ত্রিসভার স্বচ্ছ ভাবমূর্তিতে জোর। মন্ত্রীদের পাইলট কার ব্যবহারে মানা মুখ্যমন্ত্রীর। জারি একাধিক নিয়ম। হাই কোর্টে সাময়িক স্বস্তি অনুব্রতকন্যার। বেনজির বচসা আদালতে। বিতণ্ডায় জড়ালেন বিচারপতি এবং আইনজীবীরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র আক্রমণ আইনজীবী অরুণাভ ঘোষের।
হেডলাইন:
আরও শুনুন: 17 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- টেট পাশ না করেই চাকরি, মামলা অনুব্রতর মেয়ের নামে
বিস্তারিত খবর:
১. বিরোধী দলের নেতাদের সম্পত্তিবৃদ্ধিও এবার প্রশ্নের মুখে। এই নিয়ে বৃহস্পতিবার একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে, যেখানে জড়াল অধিকারী পরিবারের তিন সদস্যের নাম। মোট ১৭ জনের নামে রুজু হয়েছে এই মামলা। যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ-র মতো নেতাদের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকায় যোগ হয়েছে তৃণমূল শিবিরের বিক্ষুব্ধ দুই নেতা – শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর নামও। কিছুদিন আগেই প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূলের ১৯ জন নেতার সম্পত্তিবৃদ্ধি। এবার বিরোধী দলের নেতারাও তা থেকে বাদ পড়লেন না। আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা আছে বলেই জানা গিয়েছে।
২। মন্ত্রিসভায় রদবদলের পরে বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। এছাড়া কাগজপত্রে সই করার আগে ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিলেন তিনি। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ জোর দিলেন মমতা। জ্যোতিপ্রিয় মল্লিকের নামে অভিযোগ উঠছে বলে এদিন বৈঠকে তাঁকে কার্যত ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমে কাজ করার কথা আরও একবার মনে করিয়ে দেন তিনি। প্রতিমন্ত্রীদের এতদিন বিশেষ কাজ না থাকলেও এবার প্রতিমন্ত্রীদের জন্যে আলাদা কাজ ঠিক করে দেবে মুখ্যমন্ত্রীর দপ্তর, এদিনের বৈঠকে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ ভাবে এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। মোদি-শাহর কড়া সমালোচক হিসাবে পরিচিত প্রবীণ এই নেতার সঙ্গে প্রায় আধঘণ্টা কথা হয় মুখ্যমন্ত্রীর। তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে তা জানা যায়নি। তবে এই সাক্ষাতের কারণেই শুরু হয়েছে জল্পনা। কংগ্রেস থেকে বিজেপি ঘুরে এবার কি তৃণমূলের পথে বিক্ষুব্ধ বিজেপি সাংসদ? প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।