তীব্র দাবদাহে স্কুল বন্ধের বিজ্ঞপ্তি রাজ্যে। সোমবার থেকেই শুরু অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি। ৮ জেলায় জারি লু-এর সতর্কতা। রামনবমীর অশান্তি পূর্বপরিকল্পিত। ইসলামপুরের জনসভা থেকে বিজেপিকে একহাত মমতার। ‘গদ্দার’ বলে মিঠুনকেও তোপ নেত্রীর। SSC মামলায় চার্জশিট পেশ ইডির। ১৭ হাজার পাতার নথিতে উল্লেখ একাধিক ‘মিডলম্যানে’র। মিলল ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্টও। ‘রাজনীতি’ এড়াতে উত্তরবঙ্গ সফর বাতিল রাজ্যপালের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. তীব্র দাবদাহের জেরে এগিয়ে এল গরমের ছুটি। আগামী সোমবার থেকে রাজ্যের স্কুলগুলিতে অনির্দিষ্টকালের জন্য গরমের ছুটি শুরু হবে, বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। তবে কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলো খোলাই থাকবে।
বৈশাখের শুরুতেই গরমে প্রাণ ওষ্ঠাগত রাজ্যবাসীর। আকাশে মেঘের আনাগোনা তো দূরে থাক, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, শুক্র থেকে রবিবার দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম-এই আট জেলায় চরম তাপপ্রবাহ চলবে। লু-এর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে পড়ুয়াদের পক্ষে স্কুলে যাওয়া বেশ সমস্যার। বাড়ছে অসুস্থ হয়ে পড়ার হারও। আবহাওয়া দপ্তরের সঙ্গে নবান্নের বৈঠকের পর এবার গরমের ছুটি এগিয়ে আনারই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2. রামনবমীতে মু্র্শিদাবাদে যে অশান্তি হয়েছে, তা পূর্বপরিকল্পিত। ইসলামপুরের জনসভা থেকে এই দাবি করেই বিজেপিকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অশান্তি করার জন্যই ডিআইজি-কে সরানো হয়েছে বলেও এদিন দাবি করলেন তিনি।
লোকসভা ভোটের মুখে পুলিশ প্রশাসনের একাধিক রদবদল করছে নির্বাচন কমিশন। তারই মধ্যে অন্যতম মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি বদল। সেই সময়েও মমতা কমিশনকে নিশানা করে বলেছিলেন, “এখন যদি মুর্শিদাবাদে হিংসা হয়ে যায়, তা হলে তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।” এর মধ্যেই রামনবমীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। এদিন ইসলামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “১৯ জন আহত। পুলিশকে মারধর করা হয়েছে। আমি বলব, এই অশান্তি করবে বলেই বিজেপি নাটক করে মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়েছে।” এদিকে শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকেও ‘গদ্দার’ বলে কটাক্ষ করলেন মমতা। ছেলেকে বাঁচাতেই বিজেপিতে যোগ দিয়েছেন এককালের তৃণমূল সাংসদ, দাবি তৃণমূল সুপ্রিমোর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।