সুপ্রিম নির্দেশের পর পদক্ষেপ। কলকাতার হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার সরানোর সিদ্ধান্ত রাজ্যের। থাকবে বেসরকারি রক্ষী ও পুলিশ। অসমে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮ টি কামরা। ডা. অভিজিৎ চৌধুরীর সঙ্গে সারদার যোগ কোথায়? প্রশ্ন তুলে সিবিআইকে চিঠি কুণাল ঘোষের। কৃষ্ণনগরে ছাত্রী খুনে আরও ঘনাচ্ছে রহস্য। হাসপাতাল থেকে ফিরলেন ডা. অনিকেত। মাত্র ৪৬ রানে ইনিংস শেষ। ঘরের মাঠে সর্বনিম্ন স্কোরে অলআউট ভারতীয় দল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. সুপ্রিম নির্দেশিকার পরই কড়া পদক্ষেপ রাজ্যের। কলকাতার সব হাসপাতাল থেকে সরল সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, হাসপাতালে এবার থেকে বেশি সংখ্যক বেসরকারি রক্ষী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। আর জি কর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার। সেই নিয়েই প্রশ্ন ওঠে সুপ্রিম কোর্টে। রাজ্যের লাগাতার সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে আপত্তি তোলেন আইনজীবী করুনা নন্দী। বিচারপতি প্রশ্ন তোলেন, কতজন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে? তাঁদের যোগ্যতা কী? হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ ছিল, হাসপাতাল-থানা এবং অপরাধস্থলে সিভিক মোতায়েন করা যাবে না। এই নির্দেশ পূরণ করতে কী কী পদক্ষেপ করছে রাজ্য, তাও হলফনামায় জানানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। গত শুনানিতে সিভিক বাহিনী নিয়ে সুপ্রিম তোপের মুখে পড়ে রাজ্য সরকার। আর তার পরই কলকাতার সব হাসপাতাল থেকে সিভিক ভলান্টিয়ার প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন।
2. পুজো মিটতেই ফের রেল দুর্ঘটনা। এবার অসমে লাইনচ্যুত লোকমান্য তিলক এক্সপ্রেস। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ৮টি কামরা বেলাইন হয়ে যায়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার লামডিং থেকে ত্রিশ কিলোমিটার দূরে দিবালং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পাঠানো হয়েছে মেডিক্যাল দল। নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর তোড়জোড়ও শুরু হয়েছে। মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। রেলের তরফ থেকে চালু হয়েছে দুটি হেল্পলাইন নম্বর। একের পর এক রেল দুর্ঘটনায় রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। সেই আবহে এই দুর্ঘটনা আরও একবার যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে ঠেলে দিল রেলকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।