পঞ্চায়েত ভোটে মৃতের পরিবারের সদস্যদের চাকরি দেবে নবান্ন। মুখ্যমন্ত্রীর ঘোষণাতেই সিলমোহর মন্ত্রিসভার। জয়নগরের রেশ না কাটতেই উত্তপ্ত আমডাঙা। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বোমাবাজি, তৃণমূল নেতা খুনে শাসক দলকে নিশানা বাম-বিজেপির। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। দ্রুত নিষ্পত্তি করতে নতুন বেঞ্চ গড়ল হাই কোর্ট। ইজরায়েল-হামাস দ্বন্দ্ব নিয়ে সরব প্রধানমন্ত্রী মোদি। বিশ্বকাপের মেগা ফাইনাল নিয়ে সাজো সাজো রব দেশজুড়ে।
হেডলাইন:
আরও শুনুন: 16 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- জয়নগর কাণ্ডে গ্রেপ্তার সিপিএম নেতা আনিসুর, আটক আরও ৫
আরও শুনুন: 15 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ৫০টি শতরান, ওয়াংখেড়েতে শচীনের সামনেই বিরাট নজির কোহলির
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটে অশান্তির ঘটনায় এবার মানবিক পদক্ষেপের নজির রাখল রাজ্য সরকার। আগেই নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে স্বজনহারাদের চাকরি দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই আশ্বাসেই সিলমোহর রাজ্য মন্ত্রিসভার।
পঞ্চায়েত ভোটের নামে রাজ্যে সন্ত্রাস হয়েছে বলে বারে বারেই অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। যদিও পঞ্চায়েত নির্বাচনী আবহে প্রাণহানিকে রাজনৈতিক বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় বলেই একাধিকবার অভিযোগ নস্যাৎ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে পঞ্চায়েত ভোট সংক্রান্ত হিংসায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ জন। তার মধ্যে শুধুমাত্র ভোটের দিনই মোট ১৫ জনের প্রাণহানি হয়। যদিও এ নিয়ে ভিন্নমত রয়েছে বিরোধীদের। তবে রাজনৈতিক রং নির্বিশেষে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিতেও ভোলেননি তিনি। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল আগেই। স্বজনহারাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর শুক্রবার এই সিদ্ধান্তেই পাকাপাকি সিলমোহর দিল মন্ত্রিসভার বৈঠক।
2. জয়নগর কাণ্ডের রেশ কাটার আগেই আমডাঙায় খুন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। যা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে গোটা ঘটনার জন্য পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। শাসকদলকে নিশানা বাম নেতা সুজন চক্রবর্তীরও।
উত্তর ২৪ পরগনার আমডাঙায় বোমাবাজির জেরে মৃত্যু হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলের। জানা গিয়েছে, ৩৪ নং জাতীয় সড়কের পাশে কামদেবপুর হাটে গিয়েছিলেন তিনি। এই হাট নিয়ে মাস কয়েক আগে তাঁর সঙ্গে বচসা হয়েছিল কয়েকজনের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হামলার সঙ্গে ওই বচসার যোগ থাকতে পারে। পরিবারের আবার দাবি, জমি নিয়ে আরেক তৃণমূল নেতা আবু তাহেরের সঙ্গে বিবাদের জেরেই পরিকল্পনা করে রূপচাঁদকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে আবু তাহেরের ছেলে আনোয়ারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এফআরআই-এ নাম রয়েছে ৪ জনের। জয়নগরের পর আমডাঙাতেও একইভাবে অশান্তি ঘনিয়ে ওঠার দায়ে এবার শাসকদলের বিরুদ্ধেই আক্রমণ শানাল বাম-বিজেপি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।