পঞ্চায়েত ভোটের আগে বড় প্রাপ্তি বাংলার। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অর্থ বরাদ্দ করল কেন্দ্র। গরু পাচার মামলায় ৫ ঘণ্টা জেরা চালিয়ে অনুব্রতকে গ্রেপ্তার করল ইডি। জগদীপ ধনকড়ের পর নতুন রাজ্যপাল পেল বাংলা। রাজ্যের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অতিরিক্ত শূন্যপদ মামলায় অস্বস্তিতে স্কুল শিক্ষা কমিশন। ‘রাজ্য ও SSC’র অবস্থান এক না হলে কমিশন ভেঙে দেওয়া হোক’। কড়া দাওয়াই হাই কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 16 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- দলিল ইস্যুতে নাম না করে তোপ মমতার, পালটা চ্যালেঞ্জ দিলীপের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত নির্বাচনের আগেই কপাল খুলল বাংলার। এবার কেন্দ্রীয় প্রকল্পে বাংলার জন্য অর্থ বরাদ্দ করল গ্রামোন্নয়ন মন্ত্রক। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বাংলার জন্য ৫৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। কেন্দ্র-রাজ্যের এই যৌথ প্রকল্পে দুই সরকারই প্রায় ৫০ শতাংশ ব্যয় বহন করে। কেন্দ্রের তরফে যে অর্থ বকেয়া ছিল, তা থেকেই ৫৮৪ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছে। তবে ১০০ দিনের কাজের টাকা নিয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও আশ্বাস মেলেনি।
সপ্তাহ দুই আগে দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক সেরেছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এরপর চলতি সপ্তাহেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে আশাপ্রকাশ করেন। আগামী তিন বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা -৩’এর আওতায় বাংলায় আরও ৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর জন্য ৫৫০০ কোটি টাকা খরচ হওয়ার কথা। পঞ্চায়েত ভোটের আগে সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাঠাতে চলেছে দিল্লি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বাংলার শাসকদলের লাগাতার চাপের মুখেই অবশেষে অর্থ বরাদ্দ করল কেন্দ্র।
2. সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। শুক্রবার আদালতে পেশ করা হবে তাঁকে। তবে এবার সায়গল হোসেনের মতো অনুব্রতকেও দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হবে কি না, সেই নিয়ে ক্রমশ জোরাল হচ্ছে জল্পনা।
বৃহস্পতিবার কলকাতা থেকে আসানসোলের বিশেষ সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করেন ইডির তিন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিল ভিডিওগ্রাফির যন্ত্রপাতি। নেতার বিপুল পরিমাণ সম্পত্তির উৎস সম্পর্কে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে গরুপাচার মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক নয়া তথ্য মিলেছে। সূত্রের খবর, সেই তথ্যের ভিত্তিতেই এদিন অনুব্রতকে জেরা করা হয়। কীভাবে আর্থিক লেনদেন চলত, এর সঙ্গে লটারির কোনও যোগ রয়েছে কি না, তাও জানার চেষ্টা করে ইডি। একটানা প্রায় সাড়ে পাঁচঘণ্টা ধরে জেরার পর গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।