এগরা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার ২। মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামবাসীদের সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের প্রতিনিধি দলের। নিশানা বিজেপিকে, পালটা শুভেন্দুর। ২০১৪-র টেটের ৭১ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ হাই কোর্টের। ৩২ হাজার চাকরি বাতিল মামলায় স্থগিত রায়দান। কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া। এখনও জেদে অনড় শিবকুমার। আদানি মামলায় শেষ হয়নি তদন্ত। সুপ্রিম কোর্টে কড়া ভর্ৎসনার মুখে সেবি। ৩ মাসের ডেডলাইন বেঁধে দিল শীর্ষ আদালত। জুন থেকেই নতুন পরিচয়ে ময়দানে নামবে মোহনবাগান। ‘এটিকে’ সরিয়ে দলের নামের সঙ্গে জুড়ল সুপার জায়ান্ট।
হেডলাইন:
আরও শুনুন: 15 মে 2023: বিশেষ বিশেষ খবর- প্রাথমিকের চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী, ডিএ আন্দোলনকে নিশানা মমতার
বিস্তারিত খবর:
1. এগরা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার ২। ধৃতদের বিরুদ্ধে বারুদ মজুতের পাশাপাশি পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। তবে এখনও পলাতক বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ। ইতিমধ্যে তার খোঁজে ওড়িশায় গিয়েছে পূর্ব মেদিনীপুর পুলিশের টিম। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে কৃষ্ণপদ বাগের খোঁজ চালাচ্ছে পুলিশ। রাজ্যের তরফে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিশেষ এফআইআর দায়ের করা হয়েছে। বাজি ব্যবসায়ীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরাও। জোর করে জমি দখল করে বাজি কারখানা তৈরির অভিযোগও তুলেছেন তাঁদের একাংশ।
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বুধবার এগরার খাদিকুলে পৌঁছে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করেন দোলা সেন, মানস ভুঁইয়ারা। যদিও গ্রামে ঢোকার মুখে তাঁদের পথ আটকানো হয় বলে অভিযোগ। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শনে যান বিরোধী দলনেতাও। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। সরকারের দেওয়া আর্থিক সাহায্যের বিরোধিতা করে শুভেন্দু বলেন, “ওই টাকা বিপর্যয় মোকাবিলা দপ্তরের। তৃণমূলের পার্টি অফিস থেকে এই টাকা দেওয়া হলে আপনারা কেউ নেবেন না।” আগামী সোমবার বিজেপির তরফে গ্রামবাসীদের আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগের পালটা দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
2. চাকরি বাতিলের নির্দেশের পর এবার নিয়োগের নির্দেশও দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ ৭১ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নির্দেশ দিলেন তিনি। আগামী ২ মাসের মধ্যে তাঁদের শিক্ষক পদে নিয়োগ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি।
২০০৯ সালে হাওড়া জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০১০ সালের এপ্রিল মাসে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু রাজ্যের সরকার বদলের পর ২০১২ সালে নিয়োগ বাতিল হয়। পরে হাই কোর্টের নির্দেশে ২০১৪ সালে লিখিত পরীক্ষা হয়। হয় অ্যাপ্টিটিউড টেস্টও। কিন্তু অভিযোগ, হাওড়ায় ১২০০ পদ ফাঁকা থাকা সত্ত্বেও কাউকে নিয়োগ করা হয়নি। বরং কাট অফ মার্কস না থাকার পরও অনেকে চাকরি পেয়েছিলেন। এই ইস্যুতে ২০২২ সালে আদালতে মামলা করেন বেশ কয়েকজন আন্দোলনকারী। সেই প্রেক্ষিতে এদিন ৭১ জনকে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে পর্ষদ। এদিন স্থগিত থাকল সেই মামলার রায়দান। আগামী ১৯ শে মে দুপুর ১টায় এই মামলার রায় দেবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।