অভিষেকের বিরুদ্ধেই লড়তে চাই। ভোট ঘোষণার পর হুঙ্কার নওশাদের। একা বিজেপিই ৭,০০০ কোটি। প্রকাশ্যে নির্বাচনী বন্ডের মোট আয়ের হিসাব। অরুণাচল, সিকিমে নির্বাচন সূচি বদল করল কমিশন। আগের তুলনায় অনেকটাই সুস্থ মুখ্যমন্ত্রী। সোমবার কাটা হতে পারে সেলাই। প্রার্থী জট কাটাতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু-সুকান্তরা। CAA রুখতে প্রথম রাজ্য হিসাবে সুপ্রিম কোর্টে কেরল। ভারত থেকে সরছে না আইপিএল।
হেডলাইন:
আরও শুনুন: 16 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- দেশজুড়ে ৭ দফায় লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন
বিস্তারিত খবর:
1. অভিষেকের বিরুদ্ধেই প্রার্থী হতে চান নওশাদ। সাফ জানালেন, “মানসিকভাবে এখনও ১০০ শতাংশ প্রস্তুত। আমার কোনও দ্বিধা-দ্বন্দ্ব নেই। ডায়মন্ড হারবারেই লড়তে চাই। দল এখনও সিদ্ধান্ত নেয়নি, কোন আসনে লড়ব।” একইসঙ্গে আইএসএফ নেতা এও জানিয়ে দেন তিনি লোকসভা নির্বাচনে অবশ্যই লড়বেন।
ভোট ঘোষণার বহু আগেই নওশাদ জানিয়েছিলেন, ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে লড়বেন। কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয় নয়া জল্পনা। আইএসএফ সূত্রে জানা যায়, ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন না নওশাদ। এদিন এ প্রসঙ্গে বলতে গিয়ে ডায়মন্ড হারবারে বাম প্রার্থী নিয়েও সরব হন নওশাদ। তাঁর কথায়, “আমি জোটের জন্য বারবার চেষ্টা করেছি। এখনও অপেক্ষায় রয়েছি জোট হোক। মনেপ্রাণে জোট চাইছি। কিন্তু বামেদের সঙ্গে আলোচনায় সহমত হইনি।” তিনি আরও বলেন, “আমরা যাদবপুর আসনে লড়তে চেয়েছিলাম। আমি ওই আসনে প্রার্থী হব বলিনি। কিন্তু ওই আসনেও প্রার্থী দিল বামফ্রন্ট।” এই নিয়ে ‘বীতশ্রদ্ধ’ হলেও লড়াইয়ের ময়দানে নামার জন্য এখনও নিজেকে প্রস্তুত বলেই দাবি করছেন নওশাদ। এক্ষেত্রে অভিষেকের বিরুদ্ধেই লড়াইয়ে নামতে চান বলে জানিয়েছেন খোদ আইএসএফ নেতা।
2. ভোটের দিনক্ষণ ঘোষণার পরই প্রকাশ্যে নির্বাচনী বন্ডের মোট আয়ের হিসেব। রবিবার নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সেই তথ্য আপলোড করা হয়েছে। সঙ্গে রয়েছে বন্ডের তারিখ ও সংখ্যা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন শাখার বন্ড, তা কেনার তারিখ এবং রাজনৈতিক দলগুলি কবে ভাঙিয়েছিল, সেই তথ্যও। জানা যাচ্ছে, বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। ৬৯৮৬.৫ কোটি টাকা পড়েছে গেরুয়া শিবিরের তহবিলে। দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল পেয়েছে মোট ১৩৯৭ কোটি টাকা। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে ১৩৩৪ কোটি। এছাড়া তেলেঙ্গানার বিআরএসের খাতায় পড়েছে ১৩২২ কোটি টাকা। ওড়িশার শাসক দল বিজেডি ৯৪৪.৫ কোটি, তামিলনাড়ুর ডিএমকে ৬৫৬.৫ কোটি। শনিবার ভোট নির্ঘন্ট প্রকাশের পর সামনে এল নির্বাচনী বন্ড নিয়ে এই বিস্তারিত তথ্য। এদিকে, নির্বাচনের সূচি বদল হল উত্তর-পূর্বের দুই রাজ্যে। রবিবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন জানায়, অরুণাচল প্রদেশ এবং সিকিমে ৪ জুনের বদলে ভোটগণনা হবে ২ জুন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।