অভিষেকের বিরুদ্ধে মামলা আদালত অবমাননার। হাই কোর্টের দ্বারস্থ বিকাশরঞ্জন-সহ একাধিক আইনজীবী।বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যে সরব বিচারপতি গঙ্গোপাধ্যায়। মমতার ভূয়সী প্রশংসা। নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধা, অভিযোগে সরব নওশাদ। হাই কোর্টের দ্বারস্থ ভাঙড়ের বিধায়ক। গণনার রাতে ভাঙড়ে অশান্তি-খুনে যোগ। পুলিশের জালে ‘নিখোঁজ’ আইএসএফ প্রার্থী জাহানারা খাতুন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে পিছু হঠলেন শুভেন্দু। বিরোধী জোট-ভয়ে তৎপরতা এনডিএ-তে। শরিকদের নিয়ে বৈঠকে মোদি-নাড্ডা। চলন্ত অবস্থায় আগুন ধরল ভোপাল-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- ‘নো ভোট টু মমতা’ বলুন নওশাদ, ভাঙড়ে যাওয়ার বার্তা শুভেন্দুর
বিস্তারিত খবর:
1. কলকাতা হাই কোর্টের বিচারপতির নাম উল্লেখ করে অপমানজনক ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ। যার জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবী। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার আরজি জানান আইনজীবীরা।
পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসায় আহত হয়ে পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলার দলীয় কর্মী, নেতারা ভরতি এসএসকেএম হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে তাঁদের দেখতে গিয়ে সেখান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। বলেন, “এই হামলার ঘটনায় যারা যুক্ত, তাদের পুলিশ ধরতে পারছে না। কী করে পারবে? হাই কোর্ট তো মাফিয়া ও সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে।” হাই কোর্টের রক্ষাকবচের জোরেই অনেক অপরাধী নিরাপত্তা পাচ্ছে বলেও অভিযোগ তৃণমূল সাংসদের। তৃণমূল সাংসদের এই মন্তব্যের তীব্র নিন্দা করেই আদালতের দ্বারস্থ আইনজীবীরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আবেদন, স্পেশ্যাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দিক আদালত। আইনজীবী শাক্য সেনও বলেন, “এই একই ব্যক্তি আগেও হাই কোর্টের বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন। কড়া পদক্ষেপ নেওয়ার আরজি জানাচ্ছি আমরা।” মামলাটি শোনার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
2. বিচারব্যবস্থা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতায় এবার সরব হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাম না করেই অভিষেককে তোপ দাগলেন তিনি। একইসঙ্গে তৃণমূল সুপ্রিমোর প্রশংসা শোনা গেল তাঁর গলায়।
সম্প্রতি এসএসকেএম হাসপাতালে দলের আহত কর্মীদের দেখতে গিয়ে আদালতের কার্যকলাপের তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই মন্তব্যকে আদালত অবমাননা বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই প্রতিবাদে সরব হয়েছে বাম-বিজেপি। ঘটনার জল গড়িয়েছে আদালতেও। সোমবার হাই কোর্টে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এবার নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ”আমরা সেই সব রাজনৈতিক নেতাদের সম্মান করি না, যাঁরা আদালতের নামে ভুল কথা বলেন।” একইসঙ্গে তিনি আরও বলেন, ‘‘সুপ্রিমো এমন কথা বলেন না। তিনি অনেকবার আদালতে এসেছেন। তাঁকে দেখেছি, বিচারপতিদের সম্মান করেন। দায়িত্বশীল রাজনীতিবিদ।’’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের গলায় আচমকা তৃণমূল নেত্রীর প্রশংসা শুনে বিস্মিত ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।