কোভিড টিকাকরণে ২০০ কোটির গণ্ডি পেরল ভারত। টুইট করে প্রশংসা প্রধানমন্ত্রীর। খানিক স্বস্তি দিল রাজ্যের করোনা সংক্রমণও। প্রকাশিত হল ICSE বোর্ডের দশম শ্রেণির ফল। মেধাতালিকার প্রথম তিনে বাংলার ১৭ জন পরীক্ষার্থী। পাশের হার ৯৯.৯৭ শতাংশ। উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা বিরোধীদের। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর উপরেই আস্থা। জগদীপ ধনকড়ের প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা।
হেডলাইন:
আরও শুনুন: 16 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- উপরাষ্ট্রপতি পদে চমক এনডিএ-র, প্রার্থী জগদীপ ধনকড়
বিস্তারিত খবর:
1. এবার ২০০ কোটি ডোজ ভ্যাকসিনেশনের মাইলফলক ছুঁল দেশ। কোভিড টিকাকরণ শুরুর মাত্র ১৮ মাসের মধ্যে এই রেকর্ড গড়ল ভারত। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেছেন, “ভারত আবার ইতিহাস গড়ল। ২০০ কোটি ডোজ টিকাকরণ সম্পূর্ণ করায় দেশবাসীকে শুভেচ্ছা। যাঁরা দেশের টিকাকরণকে অতুলনীয় গতিতে এগিয়ে নিয়ে গিয়েছেন তাঁদের অভিনন্দন। কোভিডের বিরুদ্ধে বিশ্বের লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে এই ঘটনা।”
এদিকে নতুন করে দেশে আক্রমণ হানছে করোনা। এই নিয়ে পরপর চারদিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজারের বেশি। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫২৮ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। তবে খানিক স্বস্তি দিয়েছে সুস্থতার হার, যা বর্তমানে ৯৮.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা। তবে পরপর দু’দিন ৩ হাজারের নিচেই রইল রাজ্যের কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সংক্রমণের শীর্ষে ফের উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা।
2. প্রকাশিত হল ICSE বোর্ডের দশম শ্রেণির ফলাফল। প্রথম স্থান অধিকার করেছে ৪ জন পরীক্ষার্থী। তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন আর তৃতীয় স্থানে মোট ৭২ জন। মেধাতালিকার প্রথম তিনের মধ্যে রয়েছে বাংলার ১৭ জন পরীক্ষার্থী। মোট পাশের হার ৯৯.৯৭ শতাংশ। তবে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি।
চলতি বছরে রাজ্যের মোট ৪১৫টি স্কুল থেকে এই পরীক্ষা দিয়েছিল ৪০,৭৩৬ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে মোট পাশের হার ৯৯.৯৮ শতাংশ। অকৃতকার্য হয়েছে দশজন পড়ুয়া। পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।