বড়তলায় পথশিশুকে যৌন নির্যাতনের ঘটনায় দোষী সাব্যস্ত যুবক। মঙ্গলবার সাজা ঘোষণা করবেন বিচারক। দিল্লির রেল দুর্ঘটনা ‘হাফ-মন্ত্রীর অবহেলা’, কটাক্ষ তৃণমূলের। শিয়ালদহে বিক্ষোভ কংগ্রেসের। স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে AI-সহ একগুচ্ছ পরিকল্পনা রেলের। সাতসকালে দিল্লিতে ভূমিকম্প। আতঙ্কিত আমজনতা, সাবধান থাকার বার্তা মোদির। আগামী ২২ ফেব্রুয়ারি মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির বৈঠক।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বড়তলায় সাত মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত রাজীব ওরফে গোবরা। চার্জশিট জমার ২৬ দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কলকাতা নগর দায়রা আদালতের বিশেষ পকসো কোর্ট। মঙ্গলবার এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক।
ঘটনা ২০২৪-এর নভেম্বর মাসের। বড়তলা থানা এলাকার এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শুয়ে তারস্বরে কাঁদছে এক দুধের শিশু। একই সময় ফুটপাথবাসী এক দম্পতি তাঁদের সন্তানের খোঁজ শুরু করেন। পরে বোঝা যায়, ফুটপাথে কাঁদতে থাকা শিশুটি ওই ফুটপাথবাসী দম্পতিরই সন্তান। একরত্তিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে এখনও চিকিৎসাধীন। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা বুঝতে পারেন শিশুটিকে যৌন নিগ্রহ করা হয়েছে। তদন্তে নেমে মোট ১৯ মিনিটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। গত ডিসেম্বরে রাজীব ঘোষ ওরফে গোবরাকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থানার আলমপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ২৬ দিনের মাথায় চার্জশিট জমা দেয় পুলিশ। গত বৃহস্পতিবার মামলার শুনানি শেষ হয়। আগামী মঙ্গলবার এই মামলায় সাজা ঘোষণা করবেন বিচারক।
2. মহাকুম্ভের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় রেলমন্ত্রীকে ‘হাফ-মন্ত্রী’ বলে কটাক্ষ করল তৃণমূল। অভিযোগ, এর নেপথ্যে তাঁরই অবহেলা, যা অপরাধমূলক। রেলের এই দুর্বল পরিকাঠামো, যাত্রী স্বাচ্ছন্দ্যে অবহেলার অভিযোগে আগেই সংসদে প্রশ্ন তুলেছিলেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তা ফের এই প্রসঙ্গে সোশাল মিডিয়ায় পোস্ট করল তৃণমূল। এদিকে, রেলমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে শিয়ালদহে বিক্ষোভে শামিল কংগ্রেস। পোস্টার, ব্যানার হাতে স্টেশন চত্বরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রতিবাদে নামলেন শয়ে শয়ে দলীয় কর্মী। এদিকে, দুর্ঘটনা থেকে ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার দেশের ব্যস্ততম ৬০টি স্টেশনে ‘হোল্ডিং জোন’ বা অতিরিক্ত স্থান সংকুলানের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। জানা গিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে এবং জরুরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তিকে ব্যবহার করা হবে। অন্যদিকে, ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল প্রয়াগরাজে। প্রবল আগুনে পুড়ে ছাই হল কুম্ভের ৮ নম্বর সেক্টরের বেশ কিছু তাঁবু। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল, শুরু হয় আগুন নেভানোর কাজ। গত ৩০ দিনে এই নিয়ে ৫ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহাকুম্ভে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।