সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ সত্যি, মানল পুলিশ। গ্রেপ্তার শিবু হাজরা। শাহাজানের গ্রেপ্তারি নিয়ে ইডিকে নিশানা ডিজির। লোকসভায় লক্ষ্য ৩৭০ আসন। দলীয় নেতাকর্মীদের ১০০ দিনের কাজ বেঁধে দিলেন মোদি। ত্রুটিপূর্ণ তকমা জুটলেও গণতন্ত্রের সূচকে উন্নতি ভারতের। ২০২৯ সালে বিজেপিমুক্ত ভারত গড়ার ডাক। আস্থা ভোটে জিতে গর্জন কেজরিওয়ালের। জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন গুলজার।
হেডলাইন:
আরও শুনুন: 16 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি ঘটনার জল শীর্ষ আদালতে, দায়ের জনস্বার্থ মামলা
আরও শুনুন: 15 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি কাণ্ডে আরএসএস যোগ, বিধানসভা থেকে দাবি মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. সন্দেশখালিতে নারী নির্যাতন সত্যি, মানল পুলিশ। সেখানকার এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে শাহজাহান অনুগামী শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে দায়ের হল গণধর্ষণের মামলা। শনিবার সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সন্দেশখালির পরিস্থিতি দেখেশুনে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে শেখ শাহজাহানের গ্রেপ্তারির প্রশ্নে ডিজির সাফ বক্তব্য, শাহজাহানের বিরুদ্ধে ইডি অভিযোগ দায়ের করেছে। তাহলে ইডি কেন তাঁকে গ্রেপ্তার করেনি? এদিকে, রাজীব কুমারের সাংবাদিক বৈঠকের পরই গ্রেপ্তার শাহজাহান অনুগামী শিবপ্রসাদ হাজরা। জানা গিয়েছে, ন্যাজাট থেকে গণধর্ষণে অভিযুক্ত শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, সন্দেশখালি কাণ্ডের পর রাজ্য় পুলিশ প্রশাসনেও একাধিক রদবদল ঘোষণা করল স্বরাষ্ট্র দপ্তর। বারাসাতে সুমিত কুমারের বদলে নতুন ডিআইজি হচ্ছেন দুঁদে আইপিএস অফিসার ভাস্কর মুখোপাধ্য়ায়। এছাড়া বদলি হওয়া উল্লেখযোগ্য আইপিএস-দের মধ্যে রয়েছেন এডিজি, ট্রাফিক সুপ্রতিম সরকার। তিনি দক্ষিণবঙ্গের এডিজি ও আইজি হলেন।
2. আসন্ন লোকসভা নির্বাচনে লক্ষ্য ৩৭০ আসন। সেইমতো বিজেপির নেতাকর্মীদের ১০০ দিনের কাজ বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদি। দলের রাষ্ট্রীয় অধিবেশনে মোদি জানিয়েছেন, আর ১০০ দিন সময় হাতে। এই ১০০ দিন প্রাণপাত করে পরিশ্রম করতে হবে। এবারে দল হিসাবে ৩৭০ এবং জোট হিসাবে এনডিএর খাতায় ৪০০ আসন চাইছেন মোদি। তার জন্য বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে মূলত তিনটি টোটকা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রথম টার্গেট যুব সমাজ। প্রথম ভোটারদের কাছে গিয়ে, গত ১০ বছরে বিজেপি কী কী করেছে তা বোঝানোর নির্দেশ দিয়েছেন মোদি। দ্বিতীয় টার্গেট, মহিলা ভোটাররা। নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর টোটকা, বিজেপি কীভাবে মেয়েদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করছে তা তুলে ধরতে হবে। সবশেষে, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার। মোদি বলছেন, গত দশ বছর পুরোপুরি দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন চালিয়েছে মোদি সরকার। একজন আধিকারিকের বিরুদ্ধেও কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। আসন্ন নির্বাচনের আগে সেই তথ্যই সকলের সামনে তুলে ধরার কথা বলেছেন মোদি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।