প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে শীর্ষে বাংলা। দক্ষিণ কলকাতায় মহামিছিল অভিষেকের। কেন্দ্রীয় বাহিনী মামলার নিষ্পত্তি হল না আজও। বড়দিনের উৎসবের মাঝেই ফের গোয়া যাচ্ছেন অভিষেক। বিজেপি হঠাতে একমঞ্চে অখিলেশ-শিবপাল। পাঞ্জাবে গেরুয়া শিবিরের হাত ধরলেন ক্যাপ্টেন অমরিন্দর। পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের দিকে ভারত।
হেডলাইন:
প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে শীর্ষে বাংলা। টুইট করে সুখবর জানালেন মুখ্যমন্ত্রী। শিক্ষক, শিক্ষাকর্মী থেকে অভিভাবক, ধন্যবাদ জানালেন সকলকেই।
দক্ষিণ কলকাতায় মহামিছিল অভিষেকের। সব কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ই, পুরভোটের প্রচারে নেমে ভোটের আর্জি অভিষেকের।
কেন্দ্রীয় বাহিনী মামলার নিষ্পত্তি হল না আজও। অন্তর্বর্তী নির্দেশনামা দেওয়া হবে হাইকোর্টের ওয়েবসাইটে। ২৩ ডিসেম্বর ফের শুনানি।
পাখির চোখ গোয়া। বড়দিনের উৎসবের মাঝেই ফের গোয়া যাচ্ছেন অভিষেক। রয়েছে একাধিক কর্মসূচী। সেখান থেকে যাবেন ত্রিপুরাতেও।
পেগাসাস কাণ্ডে রাজ্যের পৃথক তদন্তের দরকার নেই। বাংলার তৈরি তদন্তকমিটির কাজে স্থগিতাদেশ দিল হাই কোর্ট। রাজ্যকে নোটিস কোর্টের।
কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষের ইস্তফা। শারীরিক কারণেই পদত্যাগ, স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে জানালেন ডা. মঞ্জু বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে জোট। বিজেপি হঠাতে একমঞ্চে অখিলেশ-শিবপাল। পাঞ্জাবে গেরুয়া শিবিরের হাত ধরলেন ক্যাপ্টেন অমরিন্দর।
হকিতে বাজিমাত। পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ট্রফি জয়ের দিকে ভারত। তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ-শীর্ষে মেন-ইন ব্লু।
আরও শুনুন: 16 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- সন্দেহভাজন কেউ আক্রান্ত নন ওমিক্রনে, স্বস্তিতে বাংলা
বিস্তারিত খবর:
1. আবারও বাংলার মুকুটে নতুন পালক। এবার প্রাতিষ্ঠানিক শিক্ষাক্ষেত্রে দেশের সবকটি বড় শহরকে ছাপিয়ে গেল পশ্চিমবঙ্গ । সুখবরটি নিজেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই বিরল কৃতিত্বের জন্য তিনি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাদপ্তরের প্রত্যেক কর্মীকে অভিনন্দন জানিয়েছেন। কোভিডকালেও শিক্ষাক্ষেত্রে বিশেষত প্রাথমিক শিক্ষায় এমন সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যবাসী।
গ্রামগঞ্জের ছোট শিশুদের এই প্রাথমিক শিক্ষা গ্রহণেও অনেক বাধাই থাকে। তবে সবরকম বাধা কাটিয়ে বাংলা এগিয়ে গিয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানে। স্কুলে হোক কিংবা করোনা আবহে অনলাইন শিক্ষা অথবা পাড়ায় ঘুরে ঘুরে ছোটদের অ, আ, ক, খ কিংবা সংখ্যা শেখানোয় অনেকটাই এগিয়ে এ রাজ্য। সম্প্রতি দেশের সব বড় শহর নিয়ে এই সমীক্ষায় দেখা গিয়েছে, সবাইকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে পশ্চিমবঙ্গ। টুইটে এই খবর শেয়ার করে মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের কাছে এটা বিরাট সাফল্য। যার কাণ্ডারী শিক্ষক, অভিভাবক – সকলেই।
2. কলকাতা পুরভোটেও সেই মমতার উপরেই আস্থা তৃণমূলের। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে ভোটদানের আরজি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার দক্ষিণ কলকাতায় মহামিছিল করেন তিনি। মিছিল শেষে কালীঘাটে দাঁড়িয়ে এই বার্তা দেন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা প্রার্থী না। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। আগামী ১৯ ডিসেম্বর ভারতের কাছে কলকাতাকে সেরা প্রমাণ করার নির্বাচন। কানে শুনে না, চোখে দেখে ভোট দিন।” পুরভোটে জয়ের বিষয়ে বরাবরই অভিষেকের গলায় আত্মবিশ্বাসের সুর। ১৪৪-এর মধ্যে ১৩৫টি ওয়ার্ডে ঘাসফুলই জয়ের হাসি হাসবে বলেই দাবি তাঁর।
এদিন মহামিছিল থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তাঁর বক্তব্য, তথ্য পরিসংখ্যান সামনে রেখে লড়াই হোক। বিজেপিকে ১০-০ গোলে মাঠছাড়া করার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। এরই পাশাপাশি এ দিন আরও একবার বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন অভিষেক। তবে বিরোধীদের আক্রমণের মাঝেও ভোটারদের কাছে তাঁর একটাই আরজি, “কলকাতার উন্নয়নের স্বার্থে কষ্ট করে হলেও ভোট দিন তৃণমূলকেই।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।