স্পেনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি কলকাতার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির। শিল্প সম্মেলনে মউ স্বাক্ষর। ফুটবল পরিকাঠামো খতিয়ে দেখতে রিয়াল মাদ্রিদে গেলেন মমতা। স্পেনে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের নিয়ে ‘কুৎসা’। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত রাজ্যের সরকারের।কলকাতা পুরসভার অন্দরে ধুন্ধুমার কান্ড।শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে ‘রসিকতা’। বিরোধী দলনেতার বিরুদ্ধে বিদেশমন্ত্রকে নালিশ তৃণমূলের।ভোপালে ‘ইন্ডিয়া’ শিবিরের প্রথম জনসভা বাতিল।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. স্পেনের ভাল্লা ডলিড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘মউ’ স্বাক্ষর করল কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে মাদ্রিদে বাংলার শিল্পসম্মেলনে ‘বিনিময়’ শীর্ষক চুক্তিতে সাক্ষর করলেন দুই বিশ্ববিদ্যালয়ের প্রধান। জানা গিয়েছে, এবার থেকে চুক্তি মেনে ছাত্র-ছাত্রী, গবেষক এবং ফ্যাকাল্টি বিনিময় করবে দুই আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষরের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী সত্যম রায়চৌধুরি। তাঁর কথায়, “বাংলার মেধা ও গবেষকদের খুবই শ্রদ্ধা করে ও গুরুত্ব দেয় স্পেনীয়রা। মউ মেনে আমাদের ফ্যাকাল্টি ও গবেষকরা যেমন শিক্ষার নানা কার্যক্রমে স্পেনে যাবেন, তেমনই মাদ্রিদ থেকেও শিক্ষক-ছাত্ররা কলকাতায় আসবে।” এদিন চুক্তি স্বাক্ষরের পর ‘গেস্ট লেকচারার’ হিসাবে স্প্যানিশ শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ করে ডলিড বিশ্ববিদ্যালয়। ডলিডের অন্যতম শীর্ষকর্তা রডড্রিগো মার্টিন পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যচর্চা নিয়ে স্পেনীয়দের যথেষ্ট আগ্রহ রয়েছে বলেই জানিয়েছেন। এদিকে, স্পেনের বিখ্যাত ক্লাব রিয়াল মাদ্রিদ পরিদর্শন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্যান্টিয়াগো বার্নাবেউইয়ের বিখ্যাত গ্যালারিও ঘুরে দেখেছেন মুখ্যমন্ত্রী। জেনে নিয়েছেন ক্লাবের পরিকাঠামো সম্পর্কেও। বাংলায় লা লিগার ফুটবল অ্যাকাডেমি খুলবে শীঘ্রই। স্টেডিয়াম পরিদর্শনের পর এমনটাই জানালেন মমতা। মুখ্যমন্ত্রী কলকাতা ফিরলেই অ্যাকাডেমির স্থান নির্বাচন।
2. বঙ্গে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী বাংলার একদল সাংবাদিক। এবার বিরোধী মহল থেকে তাঁদের উদ্দেশেই কুৎসা রটনা চলছে। বলা হচ্ছে, সাংবাদিকরা নাকি সরকারের অর্থে স্পেন ও দুবাই সফরে গিয়েছেন। মাদ্রিদে বসে বিষয়টি জানার পরই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সাংবাদিকরা। আলোচনায় ঠিক হয়, যাঁরা এসব নিয়ে কুৎসা রটাচ্ছে, তথ্য-সংস্কৃতি দপ্তর তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবে। জানা যাচ্ছে, এর নেপথ্যে রয়েছেন এক ইউটিউবার। যিনি নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিয়ে থাকেন। সঙ্গে যুক্ত হয়েছেন জনা কয়েক সিপিএম নেতা। তবে তাঁদের এই দাবি সম্পূর্ণ ভুল, এমনটা জানাচ্ছেন ওই সাংবাদিকরা। আসলে তাঁদের পাঠিয়েছে নির্দিষ্ট সংবাদমাধ্যম। অর্থাৎ, যাঁরা যে সংবাদমাধ্যমের কর্মী, সেই সংবাদমাধ্যমই তাঁদের এই সফরের খরচ বহন করছে। সরকারের অর্থে যাওয়ার খবর মিথ্যাচার, ইচ্ছাকৃত রটনা এবং জনমানসে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা। যারা এসব নিয়ে সোশাল মিডিয়ায় মিথ্যাচার করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে তথ্য-সংস্কৃতি দপ্তর। ফৌজদারি ও অপরাধমূলক, দুই ধরনের মামলাও হতে পারে তাঁদের বিরুদ্ধে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।