দুর্নীতিতে ‘জড়িত’রা এখনও পদে কেন? আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে প্রশ্ন সিবিআইয়ের। আর্জি থ্রেট কালচারের বিরুদ্ধে পদক্ষেপেরও। লক্ষ্মীপুজোয় ফের ধর্ষণ-খুনের ঘটনা বাংলায়। প্রমাণ লোপাটে অ্যাসিড ব্যবহার, কৃষ্ণনগরে উদ্ধার ছাত্রীর অর্ধদগ্ধ দেহ। গ্রেপ্তার তরুণীর প্রেমিক। সুপ্রিম কোর্টে বদলে গেল লেডি জাস্টিসের মূর্তি। খুলল চোখের বাঁধন, তরবারির বদলে হাতে উঠল সংবিধান। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দীপাবলির উপহার। ৩ শতাংশ বেড়ে এবার ৫৩ শতাংশ ডিএ পাবেন কর্মীরা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনকে কেন্দ্র করে প্রকাশ্যে আর জি করের আর্থিক দুর্নীতির অভিযোগ। দুর্নীতি থেকে থ্রেট কালচার, সবেতেই জড়িত থাকার অভিযোগ উঠেছে একাধিক প্রভাবশালী চিকিৎসকের বিরুদ্ধে। এই ইস্যুতে এবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি পাঠাল সিবিআই। সিবিআই-এর চিঠিতে বলা হয়েছে, আর্থিক দুর্নীতিতে চিকিৎসক দেবাশিস সোমের যে যোগ রয়েছে তার প্রমাণ মিলেছে। এছাড়া চিঠিতে নাম রয়েছে ডাঃ সুজাতা ঘোষের। দুর্নীতিতে জড়িতরা কেন এখনও পদে বহাল, প্রশ্ন তদন্তকারী সংস্থার। পাশাপাশি থ্রেট কালচারে জড়িতদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে সিবিআই-এর তরফে।
2. লক্ষ্মীপুজোয় ফের ধর্ষণ-খুনের ঘটনা বাংলায়। কৃষ্ণনগরে পুলিশ সুপারের অফিসের কাছে উদ্ধার তরুণীর অর্ধদগ্ধ দেহ। অভিযোগ, পরিচয় লোপাট করতে অ্যাসিড ঢেলে কিংবা আগুন জ্বালিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে। নিহতের পরিবারের দাবি, তরুণীকে ধর্ষণ করে খুন করেছে তার প্রেমিকই। পুলিশ তা ধামাচাপা দিতে চাইছে বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়েন পরিজন-প্রতিবেশীরা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, নিহত তরুণী কৃষ্ণনগরের আনন্দময়তলা বালকেশ্বরী মন্দির লাগোয়া এলাকার বাসিন্দা। দ্বাদশ শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরোনোর পর রাতভর তার খোঁজ মেলেনি। এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। অর্ধদগ্ধ দেহে পোশাক ছিল অবিন্যস্ত। ছাত্রীর প্রেমিককে জেরা করে এই ঘটনা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের। এদিকে, এই ঘটনার নিন্দায় সরব বিজেপি। সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নদিয়া জেলা উত্তর বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।