ব্যাংকিং ব্যবস্থাকে গরিবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য, দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের উদ্বোধন করে দাবি প্রধানমন্ত্রী মোদির। দেশের সুরক্ষা নিয়ে বৈঠক ডাকলেন অমিত শাহ। আগামী ২৭-২৮ তারিখ হরিয়ানার বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এল চিঠি।দেশে প্রথমবার হিন্দিতে পড়ানো হবে ডাক্তারি। মধ্যপ্রদেশে নতুন বই প্রকাশ করলেন অমিত শাহ। ঐতিহাসিক সিদ্ধান্ত, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।
হেডলাইন:
আরও শুনুন: 14 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- ফের বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, স্থগিত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ
বিস্তারিত খবর:
১। বাজেটের ঘোষণা মেনেই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাংকিং ইউনিটের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনলাইনে ওই উদ্বোধনের পর ভারচুয়াল ভাষণে মোদি বলেন, এর ফলে আমজনতা ন্যূনতম ডিজিটাল পরিকাঠামোয় সর্বোচ্চ পরিষেবা পাবেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দাবি, ব্যাংকিং ব্যবস্থাকে গরিবের দরজায় পৌঁছে দেওয়াই লক্ষ্য তাঁর সরকারের। তাঁর মতে, ভারত যে ডিজিটাইজেশনের মাধ্যমে সামাজিক সুরক্ষা নিশ্চিত করার প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে তা মেনে নিয়েছে বিশ্ব ব্যাংক।
এদিন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের প্রতিটি কোণে ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পৌঁছে দিতেই ইউনিটগুলির পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ১১টি সরকারি ব্যাংক, ১২টি বেসরকারি ব্যাংক ও একটি ছোট আর্থিক সংস্থা এই উদ্যোগে অংশ নিয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে সফল মানুষরাও ভারতের এই বিভাগে সাফল্যে চমকিত বলেই দাবি প্রধানমন্ত্রীর।
২। আগামী সপ্তাহে হরিয়ানায় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তরক্ষী বাহিনী, আধাসেনা নিয়ে জরুরি বৈঠকের পৌরহিত্য করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৭ ও ২৮ তারিখ হরিয়ানার সুরজকুণ্ডে অনুষ্ঠিত হবে এই বৈঠক। ওই বৈঠকে ডেকে পাঠানো হয়েছে সবকটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, সচিব ও পুলিশ অধিকর্তাদেরও। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই। তাই এই বৈঠকে বাংলার তরফে আমন্ত্রণ পেয়েছেন তিনিও। সূত্রের খবর, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ বিভাগের আধুনিকীকরণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বয়ং। তাই এই বৈঠকে বাংলার তরফে আমন্ত্রণ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে যোগ দিতে তিনি হরিয়ানা যাবেন কি না, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের একাংশের মত, দেশের সুরক্ষা ও আধাসেনার কাজকর্ম নিয়ে আলোচনার মতো গুরুত্বপূর্ণ বৈঠকে নিজের মতামত রাখবেন মমতা। সেক্ষেত্রে ভিডিও কনফারেন্সেও বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।