জয়নগরে তৃণমূল নেতা খুনে নয়া মোড়। গ্রেপ্তার আনিসুর লস্কর, আটক আরও ৫। খুনের মাস্টারমাইন্ড সিপিএম নেতা আনিসুরই, অনুমান পুলিশের। মহুয়া বিতর্কের জেরে নিয়ম বদলের সম্ভাবনা সংসদে। উপাচার্য বিদায়ের পরই বড় ধাক্কা বিশ্বভারতীর। সশরীরে হাজিরা নয়, ভারচুয়াল শুনানিতে কাতর আর্জি ধৃত জ্যোতিপ্রিয়র। নিয়োগ দুর্নীতি মামলায় হতাশ চাকরিপ্রার্থীরা।রাজ্যে শীত আসার পথে কাঁটা ঘূর্ণিঝড় ‘মিধিলি’। ফাইনালে ওঠার লক্ষ্যে ইডেনে টক্কর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।
হেডলাইন:
আরও শুনুন: 15 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ৫০টি শতরান, ওয়াংখেড়েতে শচীনের সামনেই বিরাট নজির কোহলির
আরও শুনুন: 14 নভেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- জয়নগর কাণ্ডে গ্রেপ্তার ১, এলাকায় যেতে বাধা কান্তি-সুজন-নওশাদকে
বিস্তারিত খবর:
1. জয়নগরের তৃণমূল নেতা খুনের ৭২ ঘণ্টা পর গ্রেপ্তার সিপিএম নেতা আনিসুর লস্কর। আটক করা হয়েছে আরও পাঁচজনকে। সিপিএম নেতা আনিসুর লস্করকেই খুনের ‘মাস্টারমাইন্ড’ বলে সন্দেহ পুলিশের।
জয়নগরে তৃণমূল নেতা খুনে এফআইআরে নাম ছিল এলাকার সিপিএম নেতা আনিসুরের। সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন মৃত তৃণমূল নেতার বাবা। আর তার পরই ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরের দলুয়াখাঁকি গ্রামে শুরু হয় তাণ্ডব। এদিকে খুনের পরই সন্দেশখালি হয়ে নদিয়ার রানাঘাটে গা ঢাকা দিয়েছিল আনিসুর লস্কর। রানাঘাট থেকে মুর্শিদাবাদে যাওয়ার সময় গ্রেপ্তার সিপিএম নেতা। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই তাকে পাকড়াও করে পুলিশ। এখনও স্পষ্ট নয় খুনের মোটিভ। তবে ধৃতদের জেরা করে এবার সইফউদ্দিন খুনের জট খুলবে বলেই মনে করছেন তদন্তকারীরা।
2. টাকা নিয়ে সংসদে প্রশ্ন ইস্যুতে শোরগোল জাতীয় রাজনীতিতে। এই অভিযোগে মহুয়া মৈত্রকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই এবার সংসদে প্রশ্নোত্তর পর্বের নিয়ম বদল হতে চলেছে, জানা গিয়েছে এমনটাই।
মহুয়া বিতর্কে অভিযোগ উঠেছিল, সাংসদের ইমেল অ্যাকাউন্টের আইডি, পাসওয়ার্ড দেওয়া হয়েছিল অন্য কাউকে। নেত্রী দুবাইয়ে থাকাকালীন তাঁর অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে বলেও দেখা গিয়েছিল। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় এথিক্স কমিটির সামনে মহুয়া জানিয়েছিলেন, তাঁর বলে দেওয়া প্রশ্ন অন্য অফিসের এক কর্মীকে দিয়ে তিনি টাইপ করিয়েছিলেন। যতবার তিনি প্রশ্ন তৈরি করেছিলেন, ততবারই অ্যাকাউন্টে লগ ইন করে প্রশ্ন টাইপ করা হয়েছে। এই পরিস্থিতিতে এবার নিয়ম বদল হতে পারে বলে জোর জল্পনা। এবার থেকে সাংসদের প্রশ্ন অন্য কাউকে দিয়ে টাইপ করানো যাবে না। এমনকী আপ্ত সহায়কও সেই কাজ করতে পারবেন না। সাংসদ যে প্রশ্ন করতে চান, তা নিজেকেই লিখতে হবে। অথবা নিজের ইমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিজেকেই তা টাইপ করতে হবে। আসন্ন শীতকালীন অধিবেশনে এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।