জ্ঞানবাপী মসজিদে মিলেছে শিবলিঙ্গ। সমীক্ষা শেষে দাবি আইনজীবীর। সংশ্লিষ্ট এলাকা সিল করার নির্দেশ আদালতের। মঙ্গলবার শুনানি সুপ্রিম কোর্টে। পল্লবী দে-র রহস্যমৃত্যুতে নয়া মোড়। প্রেমিক সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করল অভিনেত্রীর পরিবার। কাঠগড়ায় সাগ্নিকের বান্ধবীও। ব্যারাকপুরে শ্যুটআউট। জনপ্রিয় বিরিয়ানির দোকান লক্ষ্য করে চলল গুলি। আইপিএল-এ ধাক্কা কলকাতার নাইট শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন অজিঙ্ক রাহানে।
হেডলাইন:
আরও শুনুন: 14 মে 2022: বিশেষ বিশেষ খবর- ইস্তফা বিপ্লব দেবের, ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা
বিস্তারিত খবর:
1. জ্ঞানবাপী মসজিদে খোঁজ মিলেছে শিবলিঙ্গের। ভিডিও সমীক্ষা শেষে উঠল এই দাবি। মসজিদের যে অংশ থেকে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি উঠেছে, তা সিল করে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশেই বারাণসীর এই মসজিদে তিনদিনব্যাপী ভিডিওগ্রাফি চলছিল। সেই কাজ চলাকালীনই, মসজিদের অন্দরের একটি অংশে শিবলিঙ্গ থাকার প্রমাণ মিলেছে। এই তথ্য আদালতে জানান আইনজীবী বিষ্ণু জৈন। এর পরই মসজিদের ওই অংশটি সিল করে দেওয়ার নির্দেশ দেয় আদালত। আরেক আইনজীবী মদন মোহন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিবলিঙ্গটির উচ্চতা ১২ ফুট, ব্যাস ৮ ইঞ্চি। এদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে নির্ধারিত হয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি। মসজিদের ভিতর ভিডিও সার্ভে শুরু হলে আপত্তি জানিয়েছিলেন মসজিদ কমিটির সদস্য ও তাঁদের আইনজীবীরা। তাঁদের দাবি ছিল, মসজিদের মধ্যে কোনও রকম ভিডিওগ্রাফি করা যাবে না। কিন্তু পিটিশন দাখিলকারীদের আইনজীবীরা জানান, তাঁরা আদালতের নির্দেশ মেনেই সবকিছু করছেন। এর নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে যায় মসজিদ কমিটি। সেই আবেদনেরই শুনানি হবে মঙ্গলবার।
2. বেলেঘাটার বিজেপি নেতা অভিজিৎ সরকারের মৃত্যুতে এবার পদক্ষেপ সিবিআই-এর। জেরার জন্য এবার তলব করা হল তৃণমূল বিধায়ক পরেশ পালকে। বুধবার নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত বছর মে মাসে নির্বাচনী ফলাফলের পর রাজ্যজুড়ে হিংসার অভিযোগ তুলেছিল বিজেপি। এ নিয়ে আদালতে মামলা হয়। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। কোথায় কোন রাজনৈতিক কর্মী খুন হয়েছেন, সেসবের নেপথ্য কারণ কী ছিল, সব কিছুর তদন্ত শুরু করে সিবিআই। প্রথমেই উঠে আসে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিত্ সরকারের খুনের ঘটনা। পরিবারের তরফে অভিযোগ ছিল, তাঁকে পিটিয়ে খুন করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা পরেশ পাল এবং এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিতের পরিবার। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। তবে এই ঘটনায় পরেশ পাল এবং ওই কাউন্সিলরকে এতদিন জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে ক্ষোভ ছিল অভিজিতের পরিবারের। প্রতিবাদ জানিয়ে মৃতের দাদা বিশ্বজিত্ সরকার সিজিও কমপ্লেক্সের সামনে প্ল্যাকার্ড হাতে অনশনে শুরু করেছিলেন। তারপরই বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।