দেশজুড়ে ৭ দফায় লোকসভা ভোট। শুরু ১৯ এপ্রিল, ফলাফল ৪ জুন। ১৩ রাজ্যের উপনির্বাচন, ৪ বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের। ‘হিংসা’ রুখতে কড়া দাওয়াই রাজ্যপালের। ভোট হিংসা রুখতে তৎপর কমিশন। ‘দাগী অপরাধী’ প্রার্থী কেন? দলকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। ভুয়ো খবর রুখতে সোশাল মিডিয়ায় কড়া নজরদারি। মতুয়া গড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই থানায় দায়ের অভিযোগ।
হেডলাইন:
আরও শুনুন: 14 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- গুরুতর আহত মুখ্যমন্ত্রী, ভর্তি করানো হল এসএসকেএম হাসপাতালে
বিস্তারিত খবর:
1. ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবার লোকসভা ভোট হবে সাত দফায়। শুরু ১৯ এপ্রিল। এদিন ১০২ কেন্দ্রে ভোট হবে। দ্বিতীয় দফায় ৮৯ কেন্দ্রে ভোট হবে ২৬ এপ্রিল। এরপর ৭ মে ৯৪ কেন্দ্র, ১৩ মে ৯৬ কেন্দ্র, ২০ মে ৪৯ কেন্দ্র, ২৫ মে ৫৭ কেন্দ্র এবং ১ জুন ৫৭ কেন্দ্রে ভোট। ভোটগণনা ৪ জুন। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ জন। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোট নির্ঘণ্ট ঘোষনার পরই প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী মোদি। তৃতীয়বার ক্ষমতায় ফেরার আত্মবিশ্বাস নিয়ে মোদি বলেন, “গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবের সূচনা হয়ে গেল। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বিজেপি-এনডিএ।” এদিন একইসঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হল বাংলা-সহ ১৩ রাজ্যের উপনির্বাচন ও ৪টি বিধানসভা নির্বাচনের দিনক্ষণও। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন সিকিম, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের সঙ্গেই। ভোটগণনা ৪ জুন। পাশাপাশি ১৩টি রাজ্যের ২৬টি কেন্দ্রে হবে উপনির্বাচন। যার মধ্যে বাংলায় ভগবানগোলা ও বরানগরে উপনির্বাচন হবে যথাক্রমে ৭ মে ও ১ জুন।
2. কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নিতেই বেশি দফায় ভোট। বাংলার ৭ দফায় ভোট করানোর ঘোষণা হতেই বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল। বিজেপির দাবি, বাংলার রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখেই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য দফা বাড়ানো হয়েছে। কিন্তু বিজেপিশাসিত ৮০ লোকসভা আসনের উত্তরপ্রদেশে যেমন ভোট হবে সাত দফায়, তেমনই ৪০ আসনের বিহার ও ৪২ আসনের বাংলাতেও সাত দফায় ভোট কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। কমিশনের ভূমিকা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সুখেন্দুশেখর রায়, চন্দ্রিমা ভট্টাচার্যরা। তবে শনিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাফ বলেন, “লোকসভা ভোটে তৃণমূল ৩০ থেকে ৩৫ আসন নিশ্চিতভাবে পাবে। বাম, কংগ্রেস শূন্য পাবে। আর বিজেপিকে কীভাবে দুটি, তিনটি, চারটি আসনে বেঁধে রাখা যায়, তা দেখতে হবে।” এদিকে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটহিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানিয়েছেন, নির্বাচনের প্রথম পর্ব থেকেই তিনি রাস্তায় থাকবেন জন রাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসাবে। বঙ্গবিজেপি এই সিদ্ধান্তকে সমর্থন জানালেও রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের শাসক দল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।