পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের ‘দুয়ারে সরকার’। এপ্রিল মাসেই ২০ দিন ধরে চলবে সরকারি প্রকল্পের কাজ। গরু পাচার মামলায় নয়া মোড়। ইডির নজরে এবার তৃণমূল বিধায়ক জাকির হোসেন। আর্থিক লেনদেনের নথি-সহ নেতাকে দিল্লির অফিসে তলব কেন্দ্রীয় সংস্থার। জামিন মিলল না নিয়োগ দুর্নীতি মামলায় ধৃতদের। দুর্নীতির দায় ফের বোর্ডের উপর চাপালেন পার্থ চট্টোপাধ্যায়। তদন্ত নিয়ে সিবিআই-কে ভর্ৎসনা বিচারপতির।
হেডলাইন:
আরও শুনুন: 14 মার্চ 2023: বিশেষ বিশেষ খবর- ‘ভুল করে থাকলে ফের সুযোগ দিন’, নিয়োগ দুর্নীতিতে চাকরিহারাদের পাশে মমতা
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটের আগে ফের ‘দুয়ারে সরকার’-এর আয়োজন রাজ্যে। এপ্রিলের ১ তারিখ থেকে দশদিন চলবে শিবির। একাধিক সরকারি প্রকল্পের কাজ চলবে তার পরবর্তী ১০ দিন। অর্থাৎ ১ এপ্রিল থেকে ২০ তারিখ পর্যন্ত দু’দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। বৃহস্পতিবার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোট ৩২ টি সরকারি প্রকল্পের কাজ হবে আসন্ন ‘দুয়ারে সরকার’ শিবিরে। যার মধ্যে উল্লেখযোগ্য – খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী-সহ একাধিক সরকারি প্রকল্প। ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে জনসংযোগ ও আবেদনপত্র গ্রহণের কাজ। আর ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথিপত্র। এর মধ্যে ছুটির দিন এবং রবিবারে কোনও শিবির হবে না। পঞ্চায়েত ভোটের আগে মানুষের মন জয় করতেই এই সিদ্ধান্ত নবান্নের, মত ওয়াকিবহাল মহলের।
2. গরু পাচার মামলায় ফের দিল্লির ইডি দপ্তর থেকে তলব করা হল তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনকে। আগামী সপ্তাহে তাঁকে ব্যাংকের সমস্ত নথি এবং যাবতীয় আর্থিক লেনদেনের কাগজপত্র নিয়ে দিল্লির ইডি অফিসে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এর আগে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে গরু পাচার মামলায় একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। চলতি বছরের প্রথম দিকে তাঁর বাড়িতে আয়কর দপ্তর হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে। শুধু তাই নয়, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় জাকির হোসেনের অফিস, কারখানায় তল্লাশি চালানো হয়। গত ২ মার্চ জাকির হোসেনকে ডেকে পাঠানো হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। কিন্তু সেখানে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। এবার তৃণমূল নেতাকে সরাসরি দিল্লির অফিসেই তলব করল কেন্দ্রীয় সংস্থা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।