পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি।’ বাম-বিজেপিকে একযোগে বিঁধে দাবি মমতার। ভাঙড়-বসিরহাট নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের। বাড়ল ৬০ বিজেপি প্রার্থীর মনোনয়নের সময়সীমা। ভাঙড়ে স্থানীয়দের সঙ্গে কথা রাজ্যপালের। কেন্দ্রীয় বাহিনী নিয়ে পুনর্বিবেচনার আরজি প্রত্যাহার রাজ্যের। মিলল হাই কোর্টের অনুমতি। মণিপুরে চরমে উঠল গোষ্ঠীহিংসা। রাজ্যে অশান্তির দায়ে বিজেপিকেই তোপ কেন্দ্রীয় মন্ত্রীর। শক্তি কমলেও ‘বিপর্যয়ের’ তাণ্ডব গুজরাটে।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুন 2023: বিশেষ বিশেষ খবর- ৪৮ ঘণ্টার মধ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী, কমিশনকে নির্দেশ হাই কোর্টের
আরও শুনুন: 14 জুন 2023: বিশেষ বিশেষ খবর- মনোনয়নে অশান্তি অব্যাহত, নবান্নে নওশাদ, কমিশনে বিক্ষোভ শুভেন্দুর
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানমঞ্চ থেকে এই ইস্যুতে সুর চড়িয়ে তাঁর দাবি, আগে কখনও এত শান্তিপূর্ণভাবে মনোনয়ন হয়নি। পাশাপাশি শীতলকুচির গুলি কাণ্ডের প্রসঙ্গ তুলে সিপিএম-সহ বিরোধীদের খোঁচা দিলেন মমতা। শেষদিন পর্যন্ত কোন দলের কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, এদিন তার পরিসংখ্যান তুলে ধরেন মমতা। তিনি জানান, ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা হয়েছে। তৃণমূল ৮২ হাজার আর বিরোধী দলগুলি মিলে দেড় লক্ষ মনোনয়ন দিয়েছে। তাঁর বক্তব্য, “রাজ্যে ৬১ হাজার বুথ। আর ২টো বুথে গণ্ডগোল নিয়ে চিৎকার করছ? বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুতো খুঁজছে দিল্লি।” বিএসএফ-এর গুলি চালানো, মণিপুর অশান্তি- এই সব ইস্যুতেই এদিন কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু বাম-বিজেপিই নয়, এদিন কংগ্রেসকেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় সিপিএম-কংগ্রেস এবং বিজেপি আঁতাঁত করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এই অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাকদ্বীপের সভা থেকেও সেই একই সুরে তিন বিরোধীকে বিঁধে মমতা সাফ জানালেন, বিজেপিবিরোধিতার কথা ভেবে কেন্দ্রে কংগ্রেসকে সাহায্য করা যেতে পারে, তবে বাংলায় সিপিএমের সহযোগী কংগ্রেস যেন তৃণমূলের থেকে সাহায্যের প্রত্যাশা না করে। পাটনায় নীতিশ কুমারের সঙ্গে সর্বভারতীয় বিজেপিবিরোধী নেতাদের বৈঠকের আগেই তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন মমতা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
2. পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে চূড়ান্ত অশান্তি, এমনকি প্রাণহানিরও সাক্ষী ভাঙড় ও বসিরহাট। কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেও এই দুই জায়গায় প্রার্থীদের মনোনয়নে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ, এই অভিযোগে সরব বিরোধীরা। তার প্রেক্ষিতেই এবার ভাঙড় ও বসিরহাটে অশান্তির ঘটনায় রিপোর্ট তলব হাই কোর্টের। আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি।
বিরোধীদের দাবি, বৃহস্পতিবার হাই কোর্টের নির্দেশের পর ভাঙড়ে মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় পুলিশের সামনেই গুলিতে খুন হন এক আইএসএফ প্রার্থী। আরও কয়েকজন জখম হন। তাঁদের দাবি, ধরা পড়ার পর এক দুষ্কৃতী জানিয়েছে, শওকত মোল্লার থেকে টাকা পেয়েছিল সে। বিরোধীদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যকে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বক্তব্য, এমন কোনও ঘটনা ঘটলে তার তদন্ত করে পদক্ষেপ করতে হবে পুলিশকে। এরপরই ভাঙড় ও বসিরহাটে অশান্তির ঘটনায় রিপোর্ট তলব করল হাই কোর্ট।
এদিকে বসিরহাটের বিজেপি প্রার্থীরা দাবি করেছিলেন, অশান্তির জেরে হাই কোর্টের নির্দেশ সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাঁরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বসিরহাটের সন্দেশখালি ১ এবং ২ ব্লক, মিনাখা, ন্যাজাট এবং হাড়োয়া ব্লকের ৬০ জন বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের সময়সীমা বাড়ান বিচারপতি অমৃতা সিনহা। এদিনই বিকেল চারটের মধ্যে কমিশনকে মনোনয়ন জমা নেওয়ার নির্দেশ শুনিয়েছেন বিচারপতি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।