নজরে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। অবস্থা সামাল দিতে সেচমন্ত্রীর নেতৃত্বে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন। টুইট করে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফের ভাঙড় যাওয়ার পথে বাধা নওশাদকে। এলাকায় জারি ১৪৪ ধারা, দাবি পুলিশের। পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের। এবার আরবেও কাজ করবে ভারতের UPI। দেশীয় মুদ্রার পরিসর বাড়াতে স্বাক্ষর মউ চুক্তি। তিন বছর পর ঘরের মাঠে সবুজ-মেরুন। ৩ গোল সুহেলের, জোড়া গোল ফরদিনের। ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- ‘নো ভোট টু মমতা’ বলুন নওশাদ, ভাঙড়ে যাওয়ার বার্তা শুভেন্দুর
আরও শুনুন: 14 জুলাই 2023: বিশেষ বিশেষ খবর- চাঁদে পাড়ি দিল চন্দ্রযান-৩, মহাকাশ গবেষণায় বড় সাফল্য ভারতের
বিস্তারিত খবর:
1. বন্যা পরিস্থিতি সামাল দিতে উত্তরবঙ্গে বিপর্যয় মোকাবিলা দল পাঠাচ্ছে নবান্ন। সেচমন্ত্রী পার্থ ভৌমিক ছাড়াও দলে থাকছেন কৃষি ও সেচ সচিবরা। টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি নিজে, আশ্বাস মমতার।
টানা বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর। আর তাতেই ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার। জলমগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির একাধিক এলাকা। গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। আর এবার বিপর্যয় মোকাবিলার জন্য খোদ নবান্ন থেকেই পাঠানো হচ্ছে বিশেষ দল। রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগামিকাল উচ্চস্তরের বিপর্যয় মোকাবিলা টিম যাবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি, নদীর জলস্তর বেড়েছে, রাস্তার পরিস্থিতি খারাপ। সব মিলিয়ে প্রবল সমস্যায় মানুষ। ডিএম-এসপি-রা রয়েছেন, এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ করছে।” তবে প্রশাসন যে পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা করছে, সে বিষয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ছাড়াও পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যসচিবও।
2. ফের ভাঙড় যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিধায়ক নওশাদ সিদ্দিকি। বিধাননগরের হাতিশালায় গাড়িতে বসেই সুর চড়ালেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে। নওশাদের দাবি, “আমাকে ভাঙড়বাসীর পাশে দাঁড়াতে দেওয়া হবে না বলেই এই কৌশল অবলম্বন করা হচ্ছে।”
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। ভোট মিটলেও বোমাবাজি-গুলি বন্ধ হয়নি। ঘটেছে প্রাণহানিও। পরবর্তীতে ভাঙড়ের নির্দিষ্ট এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙড়ে ঢোকার মুখেই করা হয়েছে নাকা পয়েন্ট। শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড়ে প্রবেশের আগে আটকে দেওয়া হল আইএসএফ বিধায়ক। পুলিশের দাবি, ১৪৪ ধারা জারি রয়েছে এলাকায়। সেই কারণে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। যদিও হাতিশালার কাছে যেখানে নওশাদকে আটকানো হয়েছে, সেখানে ১৪৪ ধারা জারি হয়নি। নওশাদের দাবি, সুপরিকল্পিত ভাবে আটকানো হচ্ছে তাঁকে। এত গাড়ি যাতায়াতের অনুমতি পাচ্ছে, শুধু বিধায়ককে এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। পুলিশের বিরুদ্ধে তোপ দেগে নওশাদ আরও অভিযোগ করেন, ১৪৪ ধারা জারি থাকলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লারা সভা করেন কীভাবে? একে পুলিশের দ্বিচারিতা বলে অভিযোগ করেন আইএসএফ বিধায়ক। প্রয়োজনে একা পায়ে হেঁটে ভাঙড়ে যেতেও রাজি, পুলিশকে সাফ জানিয়েছেন নওশাদ সিদ্দিকি। পাশাপাশি এও স্পষ্ট করে দেন, পুলিশ-প্রশাসনের এহেন আচরণের বিরুদ্ধে তিনি হাই কোর্টে যাবেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।