সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিলের জের। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ে। জানালেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি। ভ্যাকসিনের আওতায় দেশের ৯২ শতাংশ মানুষ। টিকাকরণ সম্পূর্ণ ৬৮ শতাংশের। টিকাকরণের বর্ষপূর্তিতে টুইট প্রধানমন্ত্রীর। স্বাস্থ্যকর্মীদের জানালেন কুর্নিশ। মানবিকতার নজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গুরুতর অসুস্থ সদ্যোজাতর চিকিৎসায় বাড়ালেন সাহায্যের হাত। খরচ দেবেন অস্ত্রোপচারেরও। প্রাণরক্ষা একরত্তির।
হেডলাইন:
আরও শুনুন: 15 জানুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- করোনা আবহে পিছিয়ে গেল রাজ্যের ৪ পুরনিগমের ভোট
বিস্তারিত খবর:
১। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে স্থান পায়নি বাংলার ট্যাবলো। নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী ও তাঁদের সংগ্রামকে থিম করে বানানো ট্যাবলো বাতিল করেছে মোদি সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কোনও কারণ ছাড়াই কেন্দ্রীয় সরকার বাংলার ট্যাবলো বাতিল করেছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে আমি অত্যন্ত ব্যথিত। শুধু আমি নই, রাজ্যের সকল বাসিন্দা মর্মাহত। যে বাংলা স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় আত্মত্যাগ করেছে, তাঁদের ট্যাবলো এভাবে বাতিল করায় শোকাহত সকলে।” কেন্দ্রীয় সূত্র বলছে, প্রতিরক্ষা মন্ত্রক ভোটমুখী উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের ট্যাবলোকে ছাড় দিয়েছে। অথচ উত্তরপ্রদেশের ট্যাবলোর থিম কাশী বিশ্বনাথ মন্দির তো উত্তরাখণ্ডের থিম কেদারনাথ। দু’টি থিমই ভারতীয় সংস্কৃতির ধারক-বাহক হলেও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কার্যত কোনও সম্পর্ক নেই তাদের। স্বাভাবিকভাবে কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে এবার বাংলার ফোকাস ছিল– নেতাজি। আর স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এবার দেশজুড়ে ‘আজাদি কি অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে। এই আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না বলেও চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২। দেখতে দেখতে ১ বছর পূর্ণ হল করোনার টিকাকরণের। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টিকাকরণের সঙ্গে যুক্ত সকলকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এক টুইটে তিনি মনে করিয়ে দিলেন, টিকাকরণের সাফল্যেই করোনার সঙ্গে লড়তে সক্ষম হয়েছে দেশ। এড়ানো গিয়েছে প্রাণহানি।
এদিন সকালে টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘আজ আমরা টিকাকরণের ১ বছর পূর্ণ করলাম। টিকাকরণ প্রক্রিয়ার সঙ্গে সকলকে আমি কুর্নিশ জানাই। আমাদের টিকাকরণ কর্মসূচি কোভিড-১৯-এর সঙ্গে লড়তে আমাদের বাড়তি শক্তি দিয়েছে। জীবনকে রক্ষা করতে ও জীবনকে সুরক্ষিত রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছে।’’ এখনও পর্যন্ত দেশের ৯২ শতাংশ মানুষ টিকার অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছেন। সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছে ৬৮ শতাংশের। এরই পাশাপাশি এই বছর থেকেই শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়া। বিজ্ঞানের উপর নির্ভর করেই যে প্রথম থেকে অতিমারীর সঙ্গে লড়াই করেছে ভারত, তাও বলেছেন প্রধানমন্ত্রী। সকলকে কোভিড বিধি মেনে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।