প্রয়াত শিল্পী-সুরকার বাপি লাহিড়ী। পঞ্চভূতে বিলীন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। রাজ্যের বকেয়া ১০৮টি পুরসভার ভোটের ফলপ্রকাশ আগামী ২ মার্চ। বাড়ছে লোকাল ট্রেনের সময়সীমা। অতিরিক্ত বিধিনিষেধ তুলে নিতে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের। রবি ও সোমবার হতে পারে রাজ্য জুড়ে বৃষ্টি।
হেডলাইন:
আরও শুনুন: 15 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- সংগীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
আরও শুনুন: 14 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- ৪ পুরনিগমের ভোটে জয়ী তৃণমূল, মানুষকে ধন্যবাদ মমতার
বিস্তারিত খবর:
1. সংগীত জগতে ফের এক নক্ষত্রপতন। চলে গেলেন বর্ষীয়ান সুরকার-গায়ক বাপি লাহিড়ী। মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রবীণ সুরকার। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ভরতি হতে হয়েছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখান থেকে সোমবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু মঙ্গলবার থেকে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, সেখানেই মধ্যরাতে প্রয়াণ ঘটে প্রবীণ শিল্পীর। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত শতকের আটের দশকে ভারতীয় চলচ্চিত্রের জগতে পপ-ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তাঁর অন্যতম পুরোধা ছিলেন বাপি। তার প্রয়াণে শোকের ছায়া সমস্ত মহলে। বুধবার টুইটারে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী লেখেন, বাপি লাহিড়ীর মিউজিকে জাদু ছিল, কত রকমের অভিব্যক্তি ছিল। সব প্রজন্মের মানুষের কাছেই তাঁর গান সুপারহিট। ছিলেন অত্যন্ত প্রাণবন্ত। গোটা দেশ তাঁর প্রয়াণে শোকাহত। বাপি লাহিড়ীর পরিবারের প্রতি সহানুভূতিও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “কিংবদন্তি গায়ক ও সুরকার বাপি লাহিড়ীর আকস্মিক প্রয়াণে আমি অত্যন্ত দুঃখিত। উত্তরবঙ্গের ছোট্ট ছেলেটি নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই গোটা দেশে নাম-যশ অর্জন করেছিল। সংগীত জগতে তাঁর অবদান আমাদের গর্বিত করে। আমরা তাঁকে বঙ্গবিভূষণে সম্মানিত করেছিলাম। তাঁকে চিরকাল এভাবেই মনে রাখব।” টুইটার হ্যান্ডেলে শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শোকাহত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
2. নিভেছে সন্ধ্যাতারা। বুধবার কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে চিরবিদায় জানানো হল কিংবদন্তি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। চোখের জলে শিল্পীকে বিদায় জানালেন অনুরাগীরা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯০ বছরের কিংবদন্তি। শিল্পীর প্রয়াণের খবর টুইট করে জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন প্রবীণ সংগীতশিল্পী। সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের প্রয়াণে বাংলার স্বর্ণযুগের সংগীতের এক যুগের অবসান হল। মঙ্গলবার রাতে পিস ওয়ার্ল্ডে রাখা ছিল গীতশ্রীর দেহ। বুধবার বেলা ১২ টা থেকে ৫ টা পর্যন্ত শিল্পীর নশ্বর দেহ রবীন্দ্রসদনে রাখা ছিল। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান অনুরাগীরা। কোচবিহার সফর থেকে ফিরে সোজা রবীন্দ্রসদনে যান মুখ্যমন্ত্রী। গীতশ্রীকে শ্রদ্ধা জানান। মিছিল করে গীতশ্রীর দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
কোচবিহারের সভা থেকেও এদিন শোকজ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উষ্মা প্রকাশ করেন পদ্মশ্রী ইস্যু নিয়েও। জানান, “শেষ বয়সে চরম ধাক্কা খেয়েছেন প্রিয় সন্ধ্যাদি।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।