শহরের উন্নয়নের স্বার্থে একগুচ্ছ ঘোষণা মমতার। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়। বিজেপির আরজি খারিজ হাই কোর্টে। মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮-র বদলে ২১ বছর করার প্রস্তাব। আধারের সঙ্গে লিংক করাতে হবে ভোটার কার্ডও। কোহলি বিতর্কে প্রথমবার মুখ খুললেন সৌরভ।
হেডলাইন:
আরও শুনুন: 14 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- গোয়ায় তৃণমূলের সঙ্গে জোট MGP-র, জনসভার মঞ্চ থেকে ঘোষণা মমতার
বিস্তারিত খবর:
1. করোনা কাঁটা থেকে সুস্থ হয়ে উঠছে রাজ্য। এমনকি এই মুহূর্তে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনেও পশ্চিমবঙ্গে কেউ আক্রান্ত নন। যে তিনজনকে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছিল, তাঁদের প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ। মালদহের যে ৭ বছরের শিশু ওমিক্রন পজিটিভ রিপোর্ট নিয়ে হায়দরবাদ থেকে রাজ্যে প্রবেশ করেছিল, মালদহ মেডিক্যাল কলেজের আইসোলেশনে রাখা হয়েছিল তাকে। কিন্তু বৃহস্পতিবার তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এছাড়া শিশুর মা-বাবা ও পরিবারের সকলের করোনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ। অন্যদিকে, পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে এ রাজ্যে আসা বাংলাদেশি নাগরিকের জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল এসেছে এদিন। জানা গিয়েছে, তিনিও ওমিক্রন আক্রান্ত নন। ফলে এই মুহূর্তে ওমিক্রনশূন্য গোটা রাজ্য।
2. দুদিন পরেই কলকাতা পুরসভার ভোট। শেষ মুহূর্তের প্রচার তুঙ্গে শাসকদলের। বৃহস্পতিবার একদিনে তিন জনসভায় শামিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাঘাযতীনের যুব সংঘের মাঠে যাদবপুর ও টালিগঞ্জের ১৯টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু করেন তিনি। আগামী ২ বছরে কলকাতার উন্নয়নের স্বার্থে আরও একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, “কলকাতা থেকে অনুপ্রেরণা নিয়ে দিল্লি, মুম্বই শহরেও নীল-সাদা রং করা হচ্ছে। গোটা দেশের অনুপ্রেরণা কলকাতা, বাংলা।” শহরে পুর পরিষেবার উন্নয়নে বাড়ি বাড়়ি জল সরবরাহ এবং মেট্রো রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রতিশ্রুতি দেন মমতা। তাঁর বক্তব্য, “কেন্দ্র জলকর বসানোর জন্য চাপ দিয়েছিল। কিন্তু আমি বলেছি, জলকর বসানো যাবে না। তাই আমি জলকর মকুবও করে দিয়েছি।” পাশাপাশি আদি গঙ্গা ড্রেজিং এবং শুকিয়ে যাওয়া টালি নালার সংস্কারেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ২ বছরের মধ্যে গোটা কলকাতা শহরে মেট্রোপথে সংযুক্ত হয়ে যাবে। এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে, বিধানসভা ভোটের আগে বাংলার দুর্গাপুজো নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। দাবি করেছিলেন বাংলায় দুর্গাপুজোই হয় না। কিন্তু বুধবার বাংলার তথা কলকাতার সেই দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। সেই নিয়েই নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, “যাঁরা বলত মমতা দিদি দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি।” এদিনের প্রচারমঞ্চ থেকেই যেন আগামীতে শহরের উন্নয়নের সুর বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।