আর জি করে দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী। CBI-কে ডেডলাইন, দিল্লিতে ধরনার ঘোষণা মমতার। প্রতিবাদে পুজোর সরকারি অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার ক্লাবের। আর জি করে তাণ্ডবে গ্রেপ্তার ২৫। ব্যর্থতার দায় মানলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আর জি করে অচলাবস্থায় বিপাকে রোগীরা। চিকিৎসার বাড়তি চাপ সামলাবে অন্য ৩ হাসপাতাল। ১০ বছর পর কাশ্মীরে বিধানসভা নির্বাচন। জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা ‘কাবেরী অন্তর্ধান’।
হেডলাইন:
আরও শুনুন: 15 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- বহিরাগত হামলায় অগ্নিগর্ভ আর জি কর, রাম-বামকে তোপ মুখ্যমন্ত্রীর
আরও শুনুন: 14 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি করের জেরে রাজ্যে মেয়েদের রাত দখল, বিরোধীদের তোপ মমতার
বিস্তারিত খবর:
১। আর জি কাণ্ডের প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী। এবার দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মমতা। সঙ্গে ছিলেন দলের সমস্ত মহিলা বিধায়ক ও সাংসদরা। শুক্রবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তাঁর স্পষ্ট ঘোষণা, “সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলন হবে।” দিল্লিতে গিয়ে ধরনার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। জানিয়েছেন, সোমবার, রাখিবন্ধনের দিন ভাইবোনদের রক্ষার জন্য এই কর্মসূচি হবে। এদিন বক্তব্যের শেষে মমতা নিজেই স্লোগান তোলেন, “দোষীদের ফাঁসি চাই।” ঘটনার তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ায় রাজনীতির গন্ধ পাচ্ছেন বলেও ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। মঞ্চ থেকে আবারও রাম-বামের চক্রান্তের প্রসঙ্গ তুলে বিরোধীদের একহাত নিয়েছেন মমতা। শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর কি কর নিয়ে সোশাল মিডিয়ায় প্রচুর অসত্য খবর ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, রাম-বাম জোট এর জন্য দায়ী। এদিকে, দেশজুড়ে নারী সুরক্ষার নিয়ে একাধিক দাবি, অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য়সভার সাংসদ সুখেন্দুশেখর রায়।
২। আর জি কর কান্ডের প্রতিবাদে বিজেপির ধরনা। শুক্রবার গেরুয়া শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে শ্যামবাজারে তুমুল উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থল থেকে রুদ্রনীল ঘোষ-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। তাঁদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় বলেই অভিযোগ। জানা গিয়েছে, এদিন সকালে শ্যামবাজার পৌঁছে বিজেপি কর্মী-সমর্থকরা দেখেন ধরনা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। অভিযোগ, ফের মঞ্চ বাঁধার কাজ শুরু করলে বাধা দেয় পুলিশ। সময় যত গড়াতে থাকে, পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে। একসময় রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনাস্থল। আটক হন রুদ্রনীলরা। এদিনই তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল করেন শুভেন্দু অধিকারী। শ্যামবাজারে অবস্থান বিক্ষোভের পর হো চি মিন সরণিতে নীরব প্রতিবাদ জানায় বিজেপি।
এদিকে, শুক্রবারই রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল বাম সংগঠন SUCI। সকাল থেকেই রাস্তায় নেমে ধর্মঘট সফলের চেষ্টা চালান বামকর্মীরা। তাতে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধও চলে। তবে রাজ্যের কোথাও সেইভাবে বনধের প্রভাব পড়েনি। অন্যদিকে, আর জি কর কান্ডের প্রতিবাদ জানিয়ে দুর্গাপুজোয় সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে উত্তরপাড়ার এক ক্লাব। সোশাল মিডিয়ায় নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে নজর কেড়েছে উত্তরপাড়া শক্তি সংঘ। তাঁদের বার্তা, ‘ মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেবো।’ এই নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।