বাংলায় শিল্প আনার লক্ষ্যে স্পেনে বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী। লগ্নির আহ্বান জানালেন শিল্পপতিদের। নেত্রীকে ধন্যবাদ জানিয়ে ইস্পাত কারখানা গড়ার ঘোষণা সৌরভের। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের জের। ক্ষোভ প্রকাশ করে সার্চ কমিটি গড়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। অধ্যক্ষ বদল নিয়ে ফের অশান্ত আর জি কর মেডিক্যাল কলেজ। এবার কলকাতায় আসছেন মেসি। মমতার স্পেন সফরেই বড় সিদ্ধান্ত লা লিগার। বাংলার ফুটবলের উন্নতির জন্য কলকাতায় অ্যাকাডেমি গড়বে স্পেনের সংস্থা।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বাংলায় বিনিয়োগ টানার লক্ষ্যে স্পেন সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই উদ্দেশ্যেই শুক্রবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আদলে মাদ্রিদে অনুষ্ঠিত হল বহু প্রত্যাশিত শিল্প সম্মেলন। সেখানে রাজ্য সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের চেম্বার অফ কমার্সের প্রতিনিধিরা। রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘যুবশ্রী’র সমাজকল্যাণমূলক প্রকল্পের সুবিধার কথা মাদ্রিদের সম্মেলনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এছাড়া শ্রমিকদের দক্ষতাবৃদ্ধি, শিল্পের উপযুক্ত পরিকাঠামো গঠন থেকে শুরু করে নির্দিষ্ট জমিনীতি তৈরি, ল্যান্ড ব্যাংক থেকে কারখানা গড়ার জন্য জমিদানের মতো একাধিক সুবিধার কথা জানান। তিনি বলেন, “এখানে দক্ষ শ্রমিকের অভাব নেই। এখানকার তরুণ প্রজন্ম কর্মোদ্যোগী, লোকবলের কোনও অভাব হবে না।” সকলের সামনে রাজ্যের শিল্প পরিকাঠামো নিয়ে বক্তব্য রাখার পর মুখ্যমন্ত্রী বলেন, “দেখে যান বাংলার শিল্পবান্ধব পরিবেশ কেমন, কীভাবে কাজ হয়। তারপর আপনারা যোগ্য মনে করলে বিনিয়োগ করবেন। তবে কথা দিতে পারি, বাংলায় শিল্প গড়তে চাইলে কোনও কিছুর অভাব হবে না। আমরা সব নিয়ে প্রস্তুত।” এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। মাস ছয়েকের মধ্যেই রাজ্যে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানাটি গড়া হবে, বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঘোষণা করলেন সৌরভ।
2. উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এবার স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে দেবে খোদ সর্বোচ্চ আদালত। কমিটিতে সদস্য হিসেবে কারা থাকবেন, তা ঠিক করার জন্য কমপক্ষে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করবেন রাজ্যপাল, রাজ্য ও ইউজিসি। আগামী সাতদিনের মধ্যে সেই নাম পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে জোর দ্বৈরথ বেধেছে রাজ্য ও রাজ্যপালের। এই পরিস্থিতিতে সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। ওই মামলার শুনানিতে শুক্রবার রাজ্য সরকারের আইনজীবী মনু সিংভি অভিযোগ করেন, বারবার আবেদন সত্ত্বেও রাজ্যপাল আলোচনায় বসার ক্ষেত্রে সাড়া দেননি রাজ্যপাল। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় না বসায় বিচারপতিদের প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী। তাঁর পালটা অভিযোগ, প্রকাশ্যে রাজ্যপালকে আক্রমণ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সওয়াল জবাব শেষে সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর একতরফা উপাচার্য নিয়োগ করা যাবে না। তিনটি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করবে এই কমিটি। সুপ্রিম কোর্টের রায়ে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৭ সেপ্টেম্বর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।