এসএসসি দু্র্নীতি মামলায় নয়া মোড়। নিজাম প্যালেসে ৬ ঘণ্টা জেরা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার সিবিআইয়ের। রাজ্যে ফের বিনিয়োগ টাটার। খড়গপুরে ৬০০ কোটির ইউনিট উদ্বোধন মুখ্যমন্ত্রীর। বাগুইআটিতে জোড়া ছাত্র খুনের জের। অপসারিত বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। বাম ছাত্র সংগঠনের কলকাতা পুরসভা অভিযানে ধুন্ধুমার।
হেডলাইন:
আরও শুনুন: 14 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ‘নবান্ন অভিযানের নামে গুন্ডামি’, বিজেপিকে কড়া আক্রমণ মমতার
বিস্তারিত খবর:
1. এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। টানা সাড়ে ৬ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিল সিবিআই।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির। বিতর্কের মাঝেই কল্যাণময়কে সরিয়ে নতুন পর্ষদ সভাপতির নাম ঘোষণা করে স্কুল শিক্ষা দপ্তর। একাধিকবার কেন্দ্রীয় সংস্থার জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তাঁর বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বৃহস্পতিবার ফের সিবিআই দপ্তরে হাজিরা দেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, জেরার সময়ে এদিন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বক্তব্যে অসঙ্গতি মিলেছে। বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। সেই কারণেই শেষমেশ তাঁকে হেফাজতে নিল সিবিআই।
2. মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বকালেই রাজ্যে বিপুল বিনিয়োগ টাটা গোষ্ঠীর। বিরোধী দলনেত্রী থাকাকালীন তাঁর আন্দোলনের জেরেই রাজ্য ছেড়েছিল টাটাগোষ্ঠী। কিন্তু এবার খড়গপুরে টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সাল থেকেই এই ইউনিটের সম্প্রসারণ শুরু করে টাটা। এই সম্প্রসারণে প্রায় ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছে টাটাগোষ্ঠী। ফলে রাজ্যের শতাধিক ছেলেমেয়ে সেখানে চাকরি পাবেন বলে আশা প্রকাশ করেছেন মমতা। এদিন খড়গপুরের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘কর্মসংস্থান আমাদের লক্ষ্য। দেশে কর্মসংস্থান কমছে। আর আমাদের রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমেছে।’ একইসঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃহৎ শিল্প গড়ে উঠছে বলেও জানান মমতা। দেউচা পাঁচামি, আসানসোলের সেলগ্যাস তৈরির মতো প্রকল্পের কথা উল্লেখ করে এদিন ফের রাজ্যের যুব সম্প্রদায়কে কর্মসংস্থানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।