প্রতিপদের কলকাতায় মহাষ্টমীর ভিড়। যানজট সামলাতে বিশেষ ব্যবস্থা প্রশাসনের। ভারতীয় দলকে রাজভবনে আমন্ত্রণ সি ভি আনন্দ বোসের। একসঙ্গে তিন রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের। প্রার্থী হচ্ছেন একাধিক হেভিওয়েট, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর মুখ কমল নাথ। মহারাষ্ট্রে গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত অন্তত ১২, পরিবার পিছু ২ লক্ষ টাকা অনুদানের সিদ্ধান্ত কেন্দ্রের। গাজায় হামলার তীব্র নিন্দা ‘প্যালেস্টাইনপন্থী’ চিনের। ২০৩৬ অলিম্পিকের আসর বসতে পারে ভারতেই।
হেডলাইন:
আরও শুনুন: 14 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- মোদি স্টেডিয়ামে পাক বধ টিম ইন্ডিয়ার, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 13 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- বাংলার ৫৩ জন-সহ ২১২ ভারতীয় ফিরল ইজরায়েল থেকে
বিস্তারিত খবর:
1. মহালয়ার দিন থেকেই কলকাতার রাস্তায় জনজোয়ার। রবিবার প্রতিপদেও বদলাল না সেই ছবি। এখনই অষ্টমীর মতো ভিড় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। ভিড়ের চাপে গত কয়েক বছরের মতো ভিআইপি, যশোর রোড থেকে ভিআইপি লেকটাউন আসার রাস্তা. এমনকী ইএম বাইপাসের রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। তবে এই নিয়ে পুজোর বৈঠকেই শ্রীভূমি পুজোর উদ্যোক্তা মন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেছিলেন, ধুমধাম করে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর জন্য যাতে এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় যানজট না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। সেই মতো এবার মণ্ডপ উদ্বোধনের পর থেকে ভিআইপির মূল রাস্তায় যান চলাচলের গতি ঠিক রাখতে উদ্যোগী ছিল পুলিশ। উল্টোডাঙা থেকে বিমানবন্দরগামী ছোট গাড়িকে পাস করানো হচ্ছিল ভিআইপির মূল রাস্তা ধরে। আর বাস, অটো পাস করানো হচ্ছিল থার্ড লেন দিয়ে। যার ফলে সেখানে যান চলাচলের গতি ছিল অত্যন্ত ধীর। পাশাপাশি যশোর রোড থেকে ভিআইপি লেকটাউনে আসার রাস্তার গাড়ির গতি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। রবিবার গাড়ি চলাচলের গতি কমেছে ইএম বাইপাসেও। বিমানবন্দরগামী গাড়িগুলিকে বিকল্প রাস্তা ব্য়বহারের পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। তাদের কথায়, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে এবং ইএম বাইপাসে অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে। তাই বিমানবন্দরগামী গাড়িগুলিকে চিংড়িঘাটা ফ্লাইওভার হয়ে নিউটাউন ধরে দমদম এয়ারপোর্ট যেতে বলছে কলকাতা পুলিশ।
2. ভারত-পাক ম্যাচে রোহিত ব্রিগেডের জয়ে আপ্লুত গোটা দেশ। এবার টিম ইন্ডিয়াকে রাজভবনে আমন্ত্রণ জানালেন বাংলার রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। শনিবারই বিশ্বকাপের ম্যাচে প্রবল পরাক্রম দেখিয়ে জিতেছে টিম ইন্ডিয়া। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে তারা। ম্যাচ শেষ হতেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। শুভেচ্ছাবার্তা দেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। বাংলার শুধু তাই নয়, বাংলার ক্রিকেটপ্রেমীদের তরফে টিম ইন্ডিয়াকে সম্মান জানাতে রাজভবনে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অন্যদিকে, হারের পর চরম কটাক্ষের মুখে পাকিস্তান দল। নেটদুনিয়ায় ম্যাচের পর থেকেই রীতিমতো কটাক্ষের ঝড় তুলেছেন ভারতীয় ফ্যানরা। এবার সেই তালিকায় যোগ দিলেন বীরেন্দ্র শেহওয়াগও। ২ উইকেটে ১৫৫ থেকে বাবরের দল ১৯১-এ অলআউট। সেটা দেখেই ভারতের প্রাক্তন মারকুটে ওপেনার লেখেন, ‘১৫৫-২ হওয়ার পরে ওদের বোধহয় মনে পড়ে যায়, ‘সাম কা নাস্তা’ করার সময় হয়েছে। বড় ফাফড়া জিলিপি দেখেছে, তাই জলদি ১৯১ এ অল আউট!’ এখানেই শেষ নয়, ভারতীয় বোলারদের সঙ্গে তুলনা টেনেও পাক খেলোয়াড়দের কটাক্ষ করেছেন তিনি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।