১০০ দিনের কাজে কেন্দ্রের বকেয়া নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী। এবার আন্দোলনে নামার বার্তা। অখিল গিরির মন্তব্যের পালটা। এবার উঠল বীরবাহাকে নিয়ে শুভেন্দুর কটূক্তির প্রসঙ্গ। উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাই কোর্টের। আপাতত থমকে ৭৫০ চাকরিপ্রার্থীর নিয়োগ। তৃণমূল ছাত্র-যুবদের ‘গেট ওয়েল সুন’ কর্মসূচির পালটা। সুরক্ষার প্রশ্নে এবার আদালতের দ্বারস্থ শুভেন্দু। দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডে উত্তাল দেশ। নৃশংস খুনের নেপথ্যে এবার উঠল ‘লাভ জিহাদ’-এর অভিযোগ। ৮০০ কোটি ছাড়াল বিশ্বের জনসংখ্যা।
হেডলাইন:
আরও শুনুন: 14 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- অখিল গিরির মন্তব্য সমর্থনযোগ্য নয়, ক্ষমাপ্রার্থনা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা আদায়ে এবার আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। বেলপাাহাড়ির সাহারিতে বিরসা মুন্ডার মোট ৬ টি মূর্তির উদ্বোধন, একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই আদিবাসীদের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “টাকা না দিলে আপনারা সকলে মিলে রাস্তায় নামুন। স্লোগান তুলুন, ১০০ দিনের টাকা ফেরাও, নইলে গদি ছাড়ো।” ১০০ দিনের কাজে রজ্যের প্রাপ্য আদায়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন মমতা। যদিও তার পরেও এ নিয়ে চাপানউতোর চলছেই। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এবার কি প্রধানমন্ত্রীর পায়ে ধরতে হবে? ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও এ নিয়ে দেখা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে। এদিন কেন্দ্রের থেকে প্রাপ্য বকেয়া নিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলায় বসে দিল্লিতে চিঠি পাঠিয়ে টাকা আটকে দেওয়ার চেষ্টা চলছে। ষড়যন্ত্র হচ্ছে বলেই বাংলা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তাঁর। এদিন জিএসটি নিয়েও তোপ দাগেন মমতা। তাঁর সাফ বক্তব্য, অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দিক কেন্দ্র, অন্যথায় জিএসটি তুলে নিক। রাজ্যের বকেয়া নিয়ে যে এবার সর্বাত্মক আন্দোলনের পথেই এগোতে চান, তার ইঙ্গিত এদিন মমতা দিয়ে রাখলেন বলেই মত রাজনৈতিক মহলের।
2. রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্যে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার তার পালটা হিসাবে বীরবাহা হাঁসদাকে করা শুভেন্দু অধিকারীর কটূক্তির প্রসঙ্গ তুলে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অখিল-মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বীরবাহাকে নিয়ে শুভেন্দুর কুকথার জন্য কি মোদি-শাহ প্রকাশ্যে ক্ষমা চাইবেন? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সেই চ্যালেঞ্জই ছুড়ে দিলেন অভিষেক। বীরবাহা হাঁসদা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্য তুলে ধরে অভিষেক বলেন, “উনি কী বলেছেন? বীরবাহা হাঁসদাদের জুতোর তলায় রাখেন! তার মানে গোটা তপশিলি জাতি-উপজাতির মানুষকে অপমান করেছেন রাজ্যের বিরোধী দল নেতা। তাহলে এর জন্য কি ক্ষমা চাইতে পারবেন মোদি, শাহ?” তাঁদের সেই সাহস আছে কিনা প্রশ্ন তুলে, চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। এছাড়াও একাধিক ইস্যুতে বিজেপি নেতাদের তুলোধোনা করেন তিনি। এদিকে এদিন অভিষেকের সভাস্থলের ঠিক তিনশো মিটার দূরে একটি বিয়ে বাড়িতে চলে গুলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও হতাহতের কোনও খবর নেই। প্রাথমিকভাবে অনুমান, বিয়ে বাড়িতে অশান্তির জেরেই এই ঘটনা। ঘটনার জেরে ইতিমধ্যে এক জনকে আটক করেছে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।