শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক বিতর্কে নিষ্পত্তি। ‘ইসলামে হিজাব বাধ্যতামূলক নয়’। ঐতিহাসিক রায় কর্ণাটক হাই কোর্টের। দোলযাত্রায় বদল মেট্রো সূচিতে। শুক্র ও শনিবার কমবে মোট মেট্রোর সংখ্যা। নয়া সময়সূচি জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রশাসনিক চাপের মুখে পদত্যাগ বিশ্বভারতীর রেজিস্ট্রারের। মোদির উদ্যোগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি। লোকসভায় দাবি বিদেশমন্ত্রীর। বিদেশমন্ত্রকের ভূমিকার প্রশংসা কংগ্রেসের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ইসলাম ধর্মাচরণে হিজাব অপরিহার্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্কে জল ঢেলে ঐতিহাসিক রায় দিল কর্ণাটক হাই কোর্ট। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল, মঙ্গলবার তা খারিজ করে দেয় আদালত।
কর্ণাটক সরকার গত ৫ ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তার পর থেকেই সে রাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে উদুপি জেলায় বিক্ষোভের জেরে স্কুল-কলেজগুলি রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। লাগাতার প্রতিবাদের জেরে বেশ কয়েকদিন স্কুল-কলেজ বন্ধও রাখতে হয় কর্ণাটক সরকারকে। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন কয়েকজন মুসলিম পড়ুয়া। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা যাবে না, এই মর্মে একাধিক মামলা করা হয়েছিল। সরব হয় বিরোধী দলগুলিও। সেই মামলাতেই আজ কর্ণাটক হাই কোর্ট স্পষ্ট করে দিল যে হিজাব ইসলামে বাধ্যতামূলক নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতেই পারে।
হিজাব বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, তাঁর ব্যক্তিগত মতামত, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাক নয়, ইউনিফর্ম পরাই বাঞ্ছনীয়। তবে সেসময় বিষয়টি কর্ণাটক হাই কোর্টের বিচারাধীন। আদালত যা সিদ্ধান্ত নেবে, তা তিনি মেনে নেবেন। এবার দেখা গেল কর্ণাটকের বিজেপি সরকারের পক্ষেই রায় দিল হাই কোর্ট।
2. সপ্তাহান্তে দোলযাত্রা এবং হোলি। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। অধিকাংশ অফিসেও ঝুলবে তালা। ফলে যাত্রীসংখ্যা অনেকটাই কম থাকবে। তাই এই দু’দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। শুক্রবার অর্থাৎ দোল উৎসবের দিন সকাল থেকে মিলবে না মেট্রো। ঘোষণা কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে দিনের প্রথম মেট্রো মিলবে দুপুর আড়াইটেয়। কবি সুভাষ থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে। ওই দিন কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। দিনভর এই রুটে চলাচল করবে ৫৮টি মেট্রো। দোলের দিন ইস্ট-ওয়েস্ট রুটের মেট্রোর সময়সূচিও বদল হয়েছে। ওইদিন এই রুটের প্রথম মেট্রো ছাড়বে বেলা তিনটেয়। ফুলবাগান এবং সেক্টর ফাইভ স্টেশন থেকে শেষ মেট্রো মিলবে সন্ধে সাড়ে সাতটায়। এই রুটে চলবে ২০টি মেট্রো।
শনিবার অর্থাৎ হোলির দিন মেট্রো পরিষেবা কিছুটা স্বাভাবিক হবে। ২৩০টির বদলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ২০৮টি মেট্রো চলাচল করবে। তবে অন্যান্য দিনের মতোই দু’ প্রান্ত থেকে সকাল সাতটায় দিনের প্রথম মেট্রো মিলবে। কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’ টায়। রাত ৯টা ১৮ মিনিটে দক্ষিণেশ্বর স্টেশন থেকে মিলবে শেষ মেট্রো।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।