৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যজুড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। কমিশনকে নির্দেশ হাই কোর্টের। পঞ্চায়েতের আগেই অশান্ত ভাঙড়। গুলিতে মৃত্যু আইএসএফ প্রার্থীর, নিহত ২ তৃণমূল কর্মীও।চোপড়ায় বাম-কংগ্রেসকে লক্ষ্য করে গুলিবৃষ্টির অভিযোগ, মৃত ১। পঞ্চায়েত ভোটের আগে রদবদল রাজ্য মন্ত্রিসভায়। পরিবেশ দপ্তরের দায়িত্ব খোয়ালেন মানস ভুঁইঞা। CoWIN থেকে ফাঁস হয়েছে দেশবাসীর ব্যক্তিগত তথ্য। অভিযোগে সরব ডেরেক ও’ব্রায়েন। ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে চার্জশিট জমা দিল্লি পুলিশের।
হেডলাইন:
আরও শুনুন: 14 জুন 2023: বিশেষ বিশেষ খবর- মনোনয়নে অশান্তি অব্যাহত, নবান্নে নওশাদ, কমিশনে বিক্ষোভ শুভেন্দুর
আরও শুনুন: 13 জুন 2023: বিশেষ বিশেষ খবর- বাড়ল না মনোনয়নের সময়সীমা, ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী, রায় হাই কোর্টের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটে অশান্তির জের। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে, নির্দেশ হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতির উদয় কুমারের ডিভিশন বেঞ্চের।
রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির আবহেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। আরজি ছিল কেন্দ্রীয় বাহিনীর নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার। সেই মামলার শুনানির শুরুতেই এদিন নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করে হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, বুধবার হাই কোর্ট যে রায় দিয়েছিল তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কোনও পদক্ষেপ চোখে পড়েনি। এখনও কোনও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে পারেনি কমিশন। তাই এবার প্রধান বিচারপতির কড়া নির্দেশ, গোটা রাজ্যে মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। কমিশনের আবেদন মতো বিনা খরচে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে কেন্দ্রীয় সরকারকে। এদিকে শাসকদলের প্রতি অভিযোগের আঙুল তোলার পাশাপাশি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগেও সরব হয়েছিল বিরোধীরা। তাদের দাবি, সিভিক ভলান্টিয়ারকে জলপাই রংয়ের পোশাক পরিয়ে বেআইনিভাবে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতেও কড়া নির্দেশ কলকাতা হাই কোর্টের। পুলিশ, অবজার্ভার-সহ ভোটের কাজে যুক্ত সকলকেই সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। কেউ চাইলে তা প্রয়োজনে দেখাতেও হবে। এছাড়া শিক্ষাবন্ধুদের মনোনয়নপত্র জমার সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন তাঁরা, নির্দেশ কলকাতা হাই কোর্টের।
2. পঞ্চায়েত ভোটের আগেই মনোনয়ন জমা ঘিরে ব্যাপক অশান্তি ভাঙড়ে। মনোনয়নের শেষ দিনেও বোমা-গুলির লড়াইয়ে রণক্ষেত্র দক্ষিণ চব্বিশ পরগনার এই জেলা। গুলিতে মৃত্যু আইএসএফ প্রার্থীর, নিহত এক তৃণমূল কর্মীও। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনও মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অশান্তি জারি ছিল ভাঙড়ে। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আসেন ভাঙড়-সহ একাধিক এলাকার ৮২জন আইএসএফ প্রার্থী। পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ভাঙড় ও কাশীপুর থানা থেকে প্রার্থীদের নিয়ে পুলিশ মনোনয়ন দিতে যায়। অভিযোগ, শোনপুর বাজারের কাছে পুলিশের সঙ্গে থাকা দলটিকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। পুলিশ সরে যায়। হামলাকারীদের গুলিতে মৃত্যু হয় মহিউদ্দিন মোল্লা নামে এক আইএসএফ প্রার্থীর। জখম হন আরও কয়েকজন। এদিকে ভাঙড়ে অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ আরও দুজন। ভাঙড়ের অশান্তিকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভাঙড়ে অশান্তির নেপথ্যে দায়ী আইএসএফের মদত। বিরোধীদের অভিযোগ উড়িয়ে এই ঘটনায় দলকে ক্লিনচিট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।