মমতার ডাকে এক ছাতার তলায় ১৭ বিরোধী দল। প্রাইমারি টেট দুর্নীতি মামলার তদন্ত হাই কোর্টের নজরদারিতেই। উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভে সায় হাই কোর্টের। রিভিউয়ের নিয়ম বদলের পথে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার রাজভবন ঘেরাওয়ের ডাক কংগ্রেসের। উদ্বেগ বাড়াচ্ছে করোনা।
হেডলাইন:
আরও শুনুন: 14 জুন 2022: বিশেষ বিশেষ খবর- তৃণমূলের ভয়েই মুখ্যমন্ত্রী বদল, ত্রিপুরা সফরে বিজেপিকে তোপ অভিষেকের
আরও শুনুন: 13 জুন 2022: বিশেষ বিশেষ খবর- টেট-দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ, চাকরি খোয়ালেন ২৬৯ জন শিক্ষক
বিস্তারিত খবর:
1. রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের একজোট করতে প্রথম পর্যায়ে সফল মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই এক ছাতার তলায় এল ১৭টি বিরোধী দল। বুধবার মমতার ডাকা বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস এবং বামেদের প্রতিনিধিরা। আম আদমি পার্টি, টিআরএস, অকালি দল, বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেস ছাড়া প্রায় সব বিজেপি বিরোধী দলই এই বৈঠকে যোগ দেয়। শরদ পওয়ার, অখিলেশ যাদব, মেহেবুবা মুফতি, মল্লিকার্জুন খাড়গের মতো নেতাদের একযোগে বৈঠকে যোগ দেওয়া জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠক শেষে গৃহীত প্রস্তাব অনুযায়ী, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী দিতে চায় বিরোধী দলগুলি। বৈঠক শেষে তৃণমূল নেত্রী জানান, ঐক্যবদ্ধ বিরোধীদের প্রার্থী হিসাবে বৈঠকে উপস্থিত সব দল একযোগে শরদ পওয়ারের নাম প্রস্তাব করেছিল। কিন্তু তিনি রাজি নন। তবে, আগামী দিনে পওয়ারকে ফের প্রার্থী হওয়ার জন্য বোঝানো হবে বলেও ইঙ্গিত দেন মমতা। তিনি এ-ও জানান, শেষ পর্যন্ত তিনি রাজি হলে সব বিরোধী দল তাঁকে সমর্থন করবে। তিনি রাজি না-হলে অন্য প্রার্থীর কথা ভাবা হবে। এদিকে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মতামত নিতে ইতিমধ্যেই বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেছেন রাজনাথ। নিজেদের শরিক দলগুলির সঙ্গেও আলোচনা শুরু করেছে বিজেপি।
2. প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত হবে কলকাতা হাই কোর্টের নজরদারিতে। সিবিআই-কে সিট গঠনের নির্দেশ দিল আদালত। সেই বিশেষ তদন্তকারী দলের দায়িত্বে থাকবেন কলকাতার এক যুগ্ম অধিকর্তা। বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিটের আধিকারিকদের বদলি করতে পারবে না সিবিআই। এদিন আদালতে প্রাথমিক টেটের দু’টি মামলার প্রাথমিক রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্ট পেশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদও। তবে তদন্তের অগ্রগতি নিয়ে শুনানিতে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। একইসঙ্গে তদন্তে গতি আনতে নয়া নির্দেশও দেন। সিবিআইয়ের সিটে কারা কারা থাকবেন, আধিকারিকদের নামের সেই তালিকা শুক্রবার আদালতে পেশ করবে সিবিআই। এদিকে, কলকাতা হাই কোর্টের নির্দেশে যে ২৬৯ জন প্রাথমিক স্কুল শিক্ষক বরখাস্ত হয়েছেন তার মধ্যে বাম নেতা বীরেন্দ্রনাথ বসুমল্লিকের মেয়ে বৈশাখী বসুমল্লিক রয়েছেন বলে জানা গিয়েছে। বাম জমানায় দীর্ঘদিন কালনা পুরসভার সিপিএম কাউন্সিলর ছিলেন বীরেন্দ্রনাথ। বিষয়টি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।