ডিএ মামলা ফের স্থগিত সুপ্রিম কোর্টে। স্পেশ্যাল লিভ পিটিশনের পর ১২বার পিছোল শুনানি। অপেক্ষা আরও বাড়ল সরকারি কর্মীদের। ভোট-পরবর্তী হিংসা মামলা সরানো হোক রাজ্যের বাইরে। ভয় দেখানো হচ্ছে সাক্ষী ও আইনজীবীদের, অভিযোগে সুপ্রিম কোর্টে সিবিআই।চোপড়া কাণ্ডে সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। ক্রিকেট মাঠে বন্ধ হবে তামাকের বিজ্ঞাপন। বিসিসিআইকে নির্দেশিকা দেওয়ার পথে কেন্দ্র। টানাপোড়েন রোহিতদের পাকিস্তান সফর নিয়েও।
হেডলাইন:
আরও শুনুন: 14 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যাদিবস’ পালন করবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর
আরও শুনুন: 13 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- উপনির্বাচনে বিজেপিকে হঠিয়ে ৪ কেন্দ্র তৃণমূলের, এগোল ‘ইন্ডিয়া’-ও
বিস্তারিত খবর:
1. ফের পিছোল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার শুনানি। যদিও নতুন করে শুনানির দিন জানায়নি সুপ্রিম কোর্ট। শোনা যাচ্ছে, দুসপ্তাহ পর পরবর্তী শুনানির দিনক্ষণ জানা যেতে পারে।
প্রায় ৪ মাস পর সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে শুনানির তারিখ পেয়েছিল ডিএ মামলা। একদম শেষে সিরিয়াল নম্বর থাকায় এদিন আদালত প্রায় উঠে যাওয়ার সময় মামলা ওঠে। সেই সময় রাজ্যের তরফের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, মামলাটির সঙ্গে অনেকে যুক্ত। আরও বিস্তারিত শুনানি দরকার। সেক্ষেত্রে সোমবারের বদলে অন্য কোনওদিন শুনানি হতে পারে। পালটা আন্দোলনকারীদের আইনজীবীদের আর্জি ছিল, কয়েক হাজার সরকারি কর্মী ডিএ-র জন্য অপেক্ষা করে আছেন। সামনেই দুর্গাপুজো। তার আগে সুখবর পাওয়ার জন্য আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু বিচারপতিরা এই গুরুত্বপূর্ণ মামলার বিস্তারিত শুনানি করতে চান বলে স্থগিত করে দেওয়া হয় মামলা। নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন দায়ের হলেও এ পর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। এই নিয়ে ১২ বার পিছিয়ে গেল এ মামলার শুনানি।
2. ভোট-পরবর্তী হিংসা মামলা সরানো হোক রাজ্যের বাইরে। সুপ্রিম কোর্টে আর্জি সিবিআই-এর। সাক্ষী ও আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে, অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
একুশের বিধানসভা ভোটে জিতে তৃণমূল তৃতীয়বার মসনদে ফেরার পর থেকেই ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ ওঠে। অত্যাচারের অভিযোগ তুলে সরব হয় বিজেপি-সহ বিরোধীরা। কলকাতা হাই কোর্টে একের পর এক মামলা দায়ের হয়। পরবর্তীতে খুন, ধর্ষণের মতো একাধিক ঘটনার তদন্তভার বর্তায় সিবিআই-এর উপর। এবার তা নিয়েই সিবিআই-এর অভিযোগ, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ৪০ টি মামলার ক্ষেত্রে একাধিক সমস্যা হচ্ছে। সাক্ষী ও আইনজীবীদের হুমকির মুখে পড়তে হচ্ছে। আক্রান্ত হতে হচ্ছে। এই ৪০টি মামলা অন্য রাজ্যে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগের জেরে রাজ্যের মতামত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। তার পরিপ্রেক্ষিতে সিবিআইকে নিজের বক্তব্য আগামী তিন সপ্তাহের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।