নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৭২ জন যাত্রীকে নিয়ে রানওয়েতে ভেঙে পড়ল বিমান। ৫ ভারতীয়-সহ সকলেরই মৃত্যু। দক্ষিণ ভারতে চালু দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস। চিন ও পাকিস্তানকে কড়া বার্তা বিদেশমন্ত্রীর। মমতাকে নিয়ে অমর্ত্য সেনের মন্তব্যের কড়া সমালোচনায় বিরোধীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের সেঞ্চুরি বিরাটের। ওয়ানডে ইতিহাসে হাসিল ভারতের সর্বাধিক ব্যবধানে জয়।
হেডলাইন:
আরও শুনুন: 14 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- মমতা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, মত নোবেলজয়ী অমর্ত্য সেনের
আরও শুনুন: 13 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- শুট আউট দক্ষিণেশ্বরে, দুষ্কৃতীদের গুলিতে জখম ১ সিভিক ভলান্টিয়ার
বিস্তারিত খবর:
1. বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে। রবিবার পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, চারজন বিমানকর্মী ও পাইলট সহ বিমানটিতে মোট ৭২ জন যাত্রী ছিলেন। ভারত-সহ একাধিক দেশের নাগরিক ছিলেন ওই বিমানে। ৫ জন ভারতীয়-সহ মৃত্যু হয়েছে সকলেরই। সূত্রের খবর, রবিবার কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের এই বিমান। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে বিমানবন্দর বন্ধ করে উদ্ধারকাজ শুরু করা হয়। যদিও শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে নেপাল প্রশাসনের তরফে জানানো হয়েছে, রবিবার পোখরার আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। তাই দুর্ঘটনার কারণ হিসাবে বিমানের যান্ত্রিক ত্রুটির কথাই উঠে আসছে। উঠছে গাফিলতির অভিযোগও। প্রাথমিক অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানে আগুন ধরে যায়। সেই ঘটনা থেকেই বোঝা যায়, আবহাওয়ার কারণে সমস্যার মধ্যে পড়েনি বিমানটি। কোনও যান্ত্রিক ত্রুটির ফলেই ভেঙে পড়েছে। তবে বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারের পর দুর্ঘটনার নেপথ্য কারণ বিস্তারিত ভাবে জানা যাবে বলেই মনে করা হচ্ছে।
2. ‘মকর সংক্রান্তির মহা উপহার’ হিসাবে দক্ষিণ ভারতের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত চলবে এই সেমি হাইস্পিড ট্রেনটি। রবিবার ভারচুয়ালি এই পরিষেবার উদ্বোধন করতে গিয়ে মোদি বলেন, “উৎসবের মরশুমে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ একটা মহান উপহার পাচ্ছে। এই ট্রেনের মাধ্যমে দুই রাজ্যের সংস্কৃতির আদানপ্রদান ঘটাবে। নতুন ভারত গড়ার প্রতীক এই বন্দে ভারত এক্সপ্রেস।” এই নিয়ে দেশে অষ্টম বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রারম্ভ হল। আগামী ১৯ জানুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, গত ১১ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ-সেকেন্দ্রাবাদ রুটের বন্দে ভারত এক্সপ্রেসের কামরায় হামলা হয় বলে খবর। জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য বিশাখাপত্তনমে রাখা ফাঁকা কামরা লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। পাথর লেগে সেমি হাইস্পিড ট্রেনের কাচও ভেঙে যায়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয় রেল আধিকারিকরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।