সন্দেশখালি কাণ্ডে আরএসএস যোগ। বিধানসভা থেকে ‘বহিরাগত’ তোপ দেগে দাবি মুখ্যমন্ত্রীর। কৃষক আন্দোলন নিয়েও অবস্থান স্পষ্ট করলেন নেত্রী। সন্দেশখালি নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক। টাকির অশান্তির ঘটনায় গ্রেপ্তার ২ বিজেপি কর্মী। সাংসদ-অভিনেতা দেবকে ফের সমন ইডির। একই দিনে মহুয়া, মুকুলকেও তলব কেন্দ্রীয় সংস্থার। রাজনীতি ছাড়ার ঘোষণা মিমি চক্রবর্তীর। শতাব্দী-জুনের সঙ্গে তুলনা করে মন্তব্য কুণালের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিধানসভায় দাঁড়িয়ে উত্তপ্ত সন্দেশখালি নিয়ে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অশান্তির নেপথ্যে আরএসএস-এর যোগ রয়েছে বলেই দাবি তাঁর। তাঁর বক্তব্য, “ওখানে আরএসএসের একটা বাসা আছে অনেক আগে থেকেই। ৭-৮ বছর আগেও সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল।” আর সেই অস্থিরতার সুযোগ নিয়েই বহিরাগতরা এলাকায় অশান্তি বাড়াচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি আরও বলেন, “ওখানে আগে ইডি ঢুকল। এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে। বহিরাগতরাই সন্দেশখালিতে এত গোলমাল পাকাচ্ছে।” যদিও কারও সমস্যা থাকলে তার তদন্ত হবে বলেও আশ্বাস মুখ্যমন্ত্রীর।
বৃহস্পতিবার বিধানসভা থেকে সন্দেশখালি ইস্যুতে মুখ খোলার পাশাপাশি দিল্লির কৃষক আন্দোলন নিয়েও অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। তবে ২১ ফেব্রুয়ারির পাঞ্জাব সফর আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে সেই দিনই মনরেগা প্রকল্পের বঞ্চিত শ্রমিকদের টাকা পাওয়ার কথা ছিল। বদল হল সেই দিনক্ষণেও। মমতা জানালেন, সার্ভে করে দেখা গিয়েছে বঞ্চিত শ্রমিকের সংখ্যা ২৪ লক্ষ। তাই ১ মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে বঞ্চিত শ্রমিকদের।
2. গাত্রবর্ণের ভিত্তিতে আদিবাসীদের চিহ্নিত করা নিয়ে বেফাঁস মন্তব্য। সন্দেশখালি প্রসঙ্গে মুখ খুলেই বিতর্কে জড়ালেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। এই মন্তব্যের তীব্র নিন্দা করে তফশিলি জাতি ও উপজাতি কমিশনকে এফআইআর দায়েরের পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে নিজের মন্তব্যে অনড় থেকেই তৃণমূল বিধায়কের দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। সন্দেশখালির অশান্তির নেপথ্যে বিজেপির চক্রান্ত রয়েছে বলেই দাবি তাঁর।
এদিকে একই দিনে সন্দেশখালি অভিযান বাম-বিজেপি-কংগ্রেসের। সন্দেশখালি অভিযানকে কেন্দ্র করে টাকির অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হল ২ বিজেপি কর্মীকে। মহিলা মোর্চার নেত্রী সিরিয়া পারভিন এবং বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষের ছেলে তথাগত ঘোষকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।