বাজেটে কল্পতরু রাজ্য। বাড়ল সরকারি কর্মচারীদের ডিএ। লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও। জোর কর্মসংস্থানে, নয়া ঘোষণা রাস্তাশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের। রাজ্য বাজেট কর্মসংস্থানমুখী, মত মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের ভুল আর্থিক নীতিতে ভোগান্তি বঙ্গবাসীর, আক্রমণ চন্দ্রিমার। রাজ্য বাজেটকে ভোটমুখী বলে তীব্র কটাক্ষ বিরোধীদের। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে ভারত। প্রথমবার তিন ফরম্যাটেই সেরা টিম ইন্ডিয়া। প্রথম দশে তিন ভারতীয় অলরাউন্ডারও।
হেডলাইন:
আরও শুনুন: 14 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- বিবিসির দুই অফিসে আয়কর ‘হানা’, বিরোধীদের তোপ কেন্দ্রকে
আরও শুনুন: 13 ফেব্রুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- ভাইকে ‘বিজেপিতে টানার চেষ্টা’ করেছিল শুভেন্দু, তোপ মমতার
বিস্তারিত খবর:
1. সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই জনমুখী বাজেট পেশ রাজ্যে। বুধবার বিধানসভায় ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রত্যাশিত ভাবেই এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে আমজনতার কর্মসংস্থানে এবং সেই সঙ্গে জোর শিল্প বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নেও। পাশপাশি আমজনতার স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা করা হয়েছে বাজেটে। এই অর্থবর্ষে খুশির খবর মিলছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও। এদিন ৩ শতাংশ মহার্ঘভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেন অর্থমন্ত্রী। আগামী ১ মার্চ থেকেই তা কার্যকর হবে। পাশাপাশি ষাটোর্ধ্ব মহিলারা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা করে পাবেন বলেও ঘোষণা করা হয়েছে বাজেটে। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার চালু হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই নতুন প্রকল্পের আওতায় ১৮ থেকে ৪৫ বছরের যুবক-যুবতীদের এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করবে রাজ্য। রাজ্যের মোট ২ লক্ষ বেকার যুবক-যুবতী এই প্রকল্পে উপকৃত হবেন বলে জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। একই সঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার কিলোমিটারের বেশি গ্রামীণ রাস্তার কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বুধবার রাজ্য বাজেটে এই প্রকল্পে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই প্রকল্পের অধীনে একদিকে যেমন নতুন রাস্তা তৈরি হবে। তেমনই পুরনো, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতও করানো হবে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রাস্তাশ্রী’। কর্মসংস্থান থেকে আমজনতার জীবনের মান উন্নয়নের দিকেই লক্ষ্য রেখেছে এই বাজেট। কর্মসংস্থানে জোর দিতে বানতলা চর্মনগরী, হাওড়া, হলদিয়া-ডানকুনি-রঘুনাথপুর-কল্যাণীর মতো শিল্প হাবে বিনিয়োগ টানতে পরিকাঠামো উন্নয়ন করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, হাওড়ায় নতুন করে ঢালাই পার্ক, হোসিয়ারি হাব তৈরি হবে। মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এখানে বিনিয়োগ হবে। পরিকাঠামোরক অভাবে এগুলি বাইরের রাজ্যে চলে গিয়েছিল। তা ফের হাওড়ায় ফিরিয়ে আনা হবে। এই বাজেটে রাজ্যের আর্থিক পরিস্থিতি উন্নত হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
2. আমজনতার স্বার্থেই বাজেটকে জনমুখী করে তুলেছেন অর্থমন্ত্রী। বাজেট পেশের পর অর্থমন্ত্রীকে তাই ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই বাজেট কর্মসংস্থানমুখী। এতে এতে শিল্পের উন্নয়ন ও কাজের সুযোগ মিলবে। পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতিও উন্নত হবে বলেই মত তাঁর। এদিন বাজেট বক্তৃতার সময় কেন্দ্র সরকারকে একহাত নিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টচার্য। তিনি জানান, কেন্দ্রের ভুল আর্থিক নীতির ফল ভোগ করতে হচ্ছে বঙ্গবাসীকে। এদিন বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলার আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.৪১ শতাংশ, যা গোটা দেশের তুলনায় বেশি। ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ৭ কোটির বেশি মানুষ উপকৃত হয়েছেন। সেই তথ্য তুলে ধরে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, ”কেন্দ্রীয় সরকারের ভুল আর্থিক নীতি, নোটবাতিল এবং অসম্পূর্ণ জিএসটি-র ফল শুধু সাধারণ মানুষ ভুগছেন তাইই নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোও লঙ্ঘিত হচ্ছে।” এদিনের বাজেট অধিবেশনে অবশ্য অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেসময় তাঁকে অন্য রূপে দেখা যায়, তাঁর মুখঢাকা মাস্কে ছিল ৫০০ টাকার নোট। কী কারণে এমন প্রতিবাদ, তা অবশ্য জানা যায়নি। এর পালটা দিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের টুইট, ওই টাকা নারদা কিংবা সারদার। যদিও বাজেট পেশের পর রাজ্যের সমালোচনাই করেছেন শুভেন্দু। তাঁর দাবি, ভোটমুখী বাজেট হলেও এ আসলে কাঁচা কাজ। মুখ্যমন্ত্রীকে এ নিয়ে কটাক্ষও করেছেন তিনি। তাঁর দাবি, রাজ্যের রাজ্যের অর্থনৈতিক দেউলিয়া অবস্থার প্রতিফলন দেখা গিয়েছে বাজেটে। বাজেট নিয়ে সমালোচনায় মুখর কংগ্রেস ও বামও। শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ টেনে রাজ্যকে বিঁধেছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। অন্যদিকে এই বাজেট পুরোটাই রাজ্যবাসীকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে বলেই দাবি বাম নেতা সুজন চক্রবর্তীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।