সম্পত্তি মামলায় বিধবাকে হুমকির অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব সিআইডি-র। সুপ্রিম কোর্টে খারিজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আর্জি । পরামর্শ হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদনের। পুলিশের জালে সংসদ হামলার মূলচক্রী ললিত ঝা। সুপ্রিম কোর্টে পিছোল সাংসদ পদ খারিজ মামলার শুনানি। চলতি বছরে আর পদ ফিরে পাচ্ছেন না মহুয়া। জ্যোতিপ্রিয়র কেবিন নজরদারিতে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল।
হেডলাইন:
আরও শুনুন: 14 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- সংসদে বিরোধীদের কণ্ঠরোধ, বহিষ্কৃত ডেরেক, সাসপেন্ড আরও ১৪ সাংসদ
বিস্তারিত খবর:
1. কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ফের তলব করল সিআইডি। একটি মামলার সূত্রেই তাঁকে ডেকে পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাঁকে মারধর করা হইয়েছে বলেও অভিযোগ। আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন তিনি। তাঁর আত্মীয়দের হয়েই মামলা লড়ছিলেন বিচারপতি সিনহার স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দপ্তরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধা। অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। তখনই সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই সূত্রে একদফা চলেছিল জিজ্ঞাসাবাদ পর্ব। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। তবে, ডিসেম্বরের শুরুতে ফের শীর্ষ আদালত জানায় যে, অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। এর পরই পদক্ষেপ নেয় সিআইডি। শনিবার বেলা ১১টায় ভবানীভবনে বিচারপতির স্বামীকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
2. নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা জোড়া আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । দরকার পড়লে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করতে পারেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে এমনটাই জানাল শীর্ষ আদালত। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে দুটি আবেদন করেছিলেন অভিষেক। একটি হল, হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি বদল। দ্বিতীয়টি হল, শুনানি পর্বের বিচারপতিরা কী পর্যবেক্ষণ করছেন, সংবাদমাধ্যমের তার রিপোর্টিং বন্ধ হওয়ার আর্জি। অভিষেকের আইনজীবী এদিন সওয়াল পর্বে জানান, জনৈকা মহিলা বিচারপতি শুনানি পর্ব চলাকালীন এমন কিছু পর্যবেক্ষণ করছেন, যাতে তাঁর মক্কেলের মানহানি হচ্ছে। পাশপাশি, ওই পর্যবেক্ষণের কিছু অংশের ভুল ব্যাখ্যাও হচ্ছে সংবাদমাধ্যমে। এমনকী, ওই পর্যবেক্ষণের ভিডিও বিরোধীরা নিজেদের প্রচারে ব্যবহার করছে বলেও জানান তিনি। তাই বিচারপতি বদলের আবেদন জানান অভিষেকের আইনজীবী। মহিলা বিচারপতির নাম না জানালেও তিনি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। কারণ অভিষেকের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা বিচারপতি সিনহার বেঞ্চেই চলছে। একই সঙ্গে,কলকাতা হাই কোর্টর সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক, এই আবেদনও সুপ্রিম কোর্টে জানান অভিষেকের আইনজীবী। তবে, দুটি আর্জিই খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, প্রয়োজন হলে কলকাতা হাই কোর্টর ডিভিশন বেঞ্চে নিজের আপত্তি জানাতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।