মাদ্রিদে লা লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মমতা ও সৌরভ। AI-এর মাধ্যমে ভাষাশিক্ষা নিয়ে আলোচনা প্রতিনিধিদের। সংসদের বিশেষ অধিবেশনে CEC বিল আনছে কেন্দ্র। স্পেন থেকেই সর্বাত্মক বিরোধিতার ডাক মমতার। বিচারব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে বিজেপি, কড়া তোপ নেত্রীর। লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তলব অভিষেক-সহ ডিরেক্টরদের সম্পত্তির হিসেব। শতরূপের গাড়ি কাণ্ডে কুণাল ঘোষের মানহানি মামলার জের। জামিন নিতে আদালতে হাজিরা বিমান-সেলিম-শতরূপের। রাজ্যপালের বিরুদ্ধে মানহানির অভিযোগ ১২জন প্রাক্তন উপাচার্যের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. মাদ্রিদে লা-লিগা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু মুখ্যমন্ত্রীর স্পেন সফর। বাংলার ফুটবলের উন্নতির লক্ষ্যে জাভিয়ের তেভাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শুধু খেলাই নয়, শিক্ষা সংস্কৃতি শিল্প সব ক্ষেত্রেই স্পেনের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে টানা কর্মসূচি রয়েছে মমতার। বৃহস্পতিবার থেকে একদিকে বৈঠক শুরু শিল্পপতিদের, অন্যদিকে স্পেনের প্রকাশনা জগতের কর্তাদের সঙ্গে বৈঠক সারবেন ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’-এর দুই কর্তা। মাদ্রিদ ও কলকাতা বইমেলা কমিটির মধ্যে একটি ‘মউ’ স্বাক্ষরেরও কথা রয়েছে। এদিকে ভাষা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন দু’দেশের প্রতিনিধিরা। স্পেনের ডিরেক্টর জেনারেল অফ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আলোচনা সারলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং শিল্পসচিব বন্দনা যাদব। বাংলায় স্প্যানিশ ভাষা শিক্ষা বিস্তারে কীভাবে দু’দেশ যৌথভাবে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর মাধ্যমে ভাষা শিক্ষা বিস্তারে স্পেন ও কলকাতা একযোগে কাজ করতে পারে কি না, কথা হয়েছে তা নিয়েও। সব মিলিয়ে বাংলার উন্নতির লক্ষ্যে এই সফরে একাধিক পদক্ষেপ করা হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
2. মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ কমিটিতে দেশের প্রধান বিচারপতির পরিবর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী। এই লক্ষ্যেই সংসদের বিশেষ অধিবেশনে CEC বিল আনতে চায় কেন্দ্র। আর এই খবর শুনে সুদূর মাদ্রিদ থেকেই সর্বাত্মক বিরোধিতার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলে সংসদে বিরোধিতার ঝড় তোলার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসের ১৮ তারিখ। সেই অধিবেশনে CEC বিল অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল আনতে চলেছে কেন্দ্র। মমতার প্রতিক্রিয়া, এইভাবে বিচারব্যবস্থার উপরেই বুলডোজার চালাতে চাইছে বিজেপি সরকার। তিনি আরও বলেন, শুধুমাত্র প্রধান বিচারপতিকে অন্ধকারে রেখে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগই নয়, এক দেশ এক ভোটের মতো আরও ‘জনবিরোধী’ বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার। আর তা রুখতেই বিরোধিতার ঝড় তুলতে হবে বলে দলকে নির্দেশ দিয়েছেন মমতা। এই ইস্যুতে ইন্ডিয়া জোটের সকল প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পাশাপাশি লোকসভা এবং রাজ্যসভার সিনিয়র সদস্যদের সঙ্গেও কথা বলার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিলের বিরোধিতায় তাঁরাও যাতে সরব হন, দলের তরফ থেকে করা হবে সেই অনুরোধও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।