জুনিয়র ডাক্তারদের অনশন তোলার আরজি মুখ্যসচিবের। প্রত্যাহার নয় দ্রোহ কার্নিভাল। পালটা মুখ্যসচিবকেই আমন্ত্রণ সিনিয়র ডাক্তারদের। রাজ্যের পুজো কার্নিভাল বয়কট করে মিছিলের ডাক শুভেন্দুর।রাজ্যপালকে স্মারকলিপি জমা। তবে কথা না হওয়ায় অসন্তুষ্ট ডাক্তাররা। দুই অনশনকারীর শারীরিক অবস্থার অবনতি, যোগ দিলেন আরও ১। জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের অবসান।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. জুনিয়র চিকিৎসকদের অনশন প্রত্যাহারের আর্জি জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার ৮ চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠক বসেন পন্থ। সেখানেই জানান, ডাক্তারদের ১০ টা দাবির মধ্যে সাতটা কাজই হয়েছে। সামান্যই বাকি এবং তা সময়সাপেক্ষ। সোমবারের বৈঠকে চিকিৎসক সংগঠনগুলি দশ দফা দাবির নির্দিষ্ট তিনটির উপর জোর দেন। তার অন্যতম স্বাস্থ্যসচিবের ইস্তফা। তা নিয়ে আলোচনায় মুখ্যসচিব বা স্বরাষ্ট্রসচিব বিশেষ কোনও প্রতিক্রিয়া দেননি বলে অভিযোগ সংগঠনের প্রতিনিধিদের। মুখ্যসচিবের দাবি, এসব কাজে কোনও সময় বেঁধে দেওয়া যায় না। এর পরই তাঁর আবেদন, “অনশন যাঁরা করছেন, তাঁরা দয়া করে এবার তুলে নিন। দিন দিন আপনাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তা নিয়ে আমরাও খুবই উদ্বিগ্ন।” এই মুহূর্তে কলকাতা ও উত্তরবঙ্গ মিলে বিভিন্ন হাসপাতালের ৮ জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। সোমবার দশম দিনে পড়ল এই অনশন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে কেউ কেউ হাসপাতালে ভর্তি। এনিয়ে সরকারের উপর চাপ বাড়াচ্ছেন অনেকেই। এই পরিপ্রেক্ষিতে অনশন তোলার আবেদন জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ।
2. প্রত্যাহার নয় দ্রোহ কার্নিভালে। পালটা মুখ্যসচিবকেই আমন্ত্রণ জানালেন ডাক্তাররা। মঙ্গলবার, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। একইদিনে রেড রোডে রয়েছে দুর্গাপুজো কার্নিভাল। তাই দ্রোহ কার্নিভাল কর্মসূচি প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন মুখ্যসচিব। তবে সোমবার মুখ্যসচিবের ডাকা বৈঠকে তাঁকেই দ্রোহ কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জেপিডি-র প্রতিনিধিরা। পাশাপাশি চিকিৎসক সংগঠনগুলির আবেদন, অনশন মঞ্চে গিয়ে একবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সকলে। এদিকে, রাজ্য সরকারের দুর্গাপুজোর কার্নিভাল বয়কট করে পালটা মিছিলের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় পতাকা ছাড়া মঙ্গলবার বিশিষ্ট নাগরিক থেকে আমজনতাকে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানালেন তিনি। তবে পতাকা নয়, মশাল, শাঁখ নিয়ে মিছিলে শামিল হওয়ার ডাক দিয়েছেন শুভেন্দু।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।