বিশ্বকাপের ময়দানে মুখোমুখি ভারত-পাকিস্তান। মারমুখী ইনিংসের পরেও শতরান হাতছাড়া রোহিতের। ১৯২ রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় ভারতের। মহালয়াতেও ভারচুয়ালি একাধিক পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর। পূজা উদ্যোক্তাদের এবার অনুদান দেওয়ার সিদ্ধান্ত বিজেপিরও। পুজোর কলকাতায় রোনাল্ডিনহোর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতার। ‘মিশন গাজা’ শুরু ইজরায়েলের। উদ্ধার বহু পণবন্দির দেহ, বোমায় খতম হামাসের বায়ুসেনা প্রধান।
হেডলাইন:
আরও শুনুন: 13 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- বাংলার ৫৩ জন-সহ ২১২ ভারতীয় ফিরল ইজরায়েল থেকে
বিস্তারিত খবর:
1. চলতি বিশ্বকাপে ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে আত্মবিশ্বাসী ছিল ভারত এবং পাকিস্তান। তবে টিম ইন্ডিয়ার বোলিং অর্ডারের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেল বাবর আজমের দলের ইনিংস। মাত্র ১৯১ রানে অল আউট পাকিস্তান। রান তাড়া করে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক গড়ল টিম ইন্ডিয়া।
এদিন টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত। বল হাতে শুরুটা ভালো হয়নি সিরাজের। পাকিস্তানের হয়ে ৫৭ বলে ৫০ তুলে ফেলেন বাবর আজম। কিন্তু তারপরেই পাক অধিনায়ককে আউট করেন সিরাজ। জোড়া উইকেট পান কুলদীপ, বুমরাহ, হার্দিক এবং সিরাজ। ১৫৫ রানে ৩ উইকেট থেকে ১৮৭ রানে আট উইকেট হারিয়ে ব্যাকফুটে পাকিস্তান। শেষমেশ মাত্র ৩৬ রানে শেষ ৮ উইকেট হারায় পাক দল। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ রানে আউট হন শুভমান। ক্রিজে দাপট দেখাতে শুরু করেন রোহিত ও বিরাট। যদিও বিরাটের ইনিংস দীর্ঘ হয়নি, তবে মাত্র ৬৩ বলে ৮৬ রান করে পাকিস্তানের জয়ের আশা একাই শেষ করে দেন হিটম্যান। মোদি স্টেডিয়াম থেকে এদিকে খালি হাতেই ফিরতে হল বাবর আজমের পাকিস্তানকে। জয়ী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
2. মহালয়ার দিনে মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক পুজোর উদ্বোধন কলকাতায়। তবে পায়ে হেঁটে নয়, এবার ভারচুয়ালিই পুজোর উদ্বোধন সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দলের মুখপত্র ‘জাগো বাংলা’র উৎসব সংখ্যা ও নিজের লেখা একটি বইয়ের উদ্বোধন করলেন তিনি। উৎসব সংখ্যার প্রচ্ছদও নিজের হাতেই এঁকেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই বিদ্বেষ, ভাগাভাগি ভুলে সকলকে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা। প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করে তিনি আবার মনে করিয়ে দিলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।”
এদিকে এদিন নিজের পায়ের সমস্যার কথাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, “প্রথমে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে লাগে, পরে আবার বার্সেলোনায় চোট লাগে। সেই নিয়েই কাজ করে গিয়েছি। কিন্তু ফিরে অপারেশন হয়। তার পর বড় ইনফেকশন হয়ে গিয়েছিল।” তবে ১৫ দিন রীতিমতো জীবনমরণ সংঘর্ষের পর এখন তিনি অনেকটাই সুস্থ, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে এদিনের অনুষ্ঠান থেকেই নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে একাধিক জনসভা থেকে শাহ দাবি করেছিলেন, এ রাজ্যে হিন্দুদের স্বাধীনভাবে দুর্গাপুজো করার অধিকার পর্যন্ত নেই। আর একসময় যাঁরা বাংলায় দুর্গাপুজো হয় না বলে প্রশ্ন তুলতেন, তাঁরাই আজ বাংলায় পুজো উদ্বোধন করতে আসছেন বলে এদিন তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।