মনোনয়ন নিয়ে অশান্তির নালিশ জানাতে নবান্নে নওশাদ। দেখা পেলেন না মুখ্যমন্ত্রীর। ভোট-হিংসা নিয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ বিজেপির। রাজ্যে অতিরিক্ত নির্বাচন কমিশনার নিয়োগের জল্পনা। IAS-এর সঙ্গে দীর্ঘ বৈঠক রাজীব সিনহার। ‘কালীঘাটের কাকু’-কে নিয়ে বিস্ফোরক ইডি। হাওয়ালায় ১১ কোটি লেনদেন, রয়েছে ১০০ ব্যাংক অ্যাকাউন্টও। নির্দেশ ২৮ জুন পর্যন্ত জেল হেফাজতের। প্রাথমিক নিয়োগে তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ বিচারপতি। ঘোষণার পরও পিছোল কুস্তি ফেডারেশনের নির্বাচন। ভোটে লড়তে পারবেন না ব্রিজভূষণ।
হেডলাইন:
আরও শুনুন: 13 জুন 2023: বিশেষ বিশেষ খবর- বাড়ল না মনোনয়নের সময়সীমা, ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী, রায় হাই কোর্টের
আরও শুনুন: 12 জুন 2023: বিশেষ বিশেষ খবর- বদলাতে পারে পঞ্চায়েত ভোটের দিন, হাই কোর্টের দিকে তাকিয়ে রাজ্য
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোটে মনোনয়ন নিয়ে অশান্তি ক্রমশ তীব্র হচ্ছে। বুধবার সেই নিরিখেই কঠোর পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। আইএসএফ কর্মীদের মনোনয়নের বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে পুলিশকে সবরকম সহযোগিতার নির্দেশ দিল আদালত। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, ISF-এর মামলাকারী তিন প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের জন্য সবরকম সাহায্য করবে কাশীপুর ও ভাঙড় থানার পুলিশ। তিনি আরও নির্দেশ দিয়েছেন, অন্য কোনও প্রার্থীর ক্ষেত্রেও যদি একই অভিযোগ ওঠে সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করবে রাজ্য নির্বাচন কমিশন। অশান্তির আবহেই এদিন খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। যদিও সূত্রের খবর, তাঁকে নবান্নের বাইরে নিরাপত্তা কর্মীরা আটকে দেন। কিছুক্ষণ অপেক্ষার পর অবশ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় তিনি বাধ্য হয়েই ফিরে যান। পরে তিনি জানান, “ভাঙড়ে বেশ কয়েকদিন ধরে অশান্তি হচ্ছে। আইএসএফ কর্মী ও অন্যান্য বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না। কমিশনের নির্দেশ সত্ত্বেও মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে আরাবুল ইসলাম, শওকত মোল্লা ও তাঁদের অনুগামীরা যেভাবে জমায়েত করে বাধা দিচ্ছেন, তাতে সেখানকার জনপ্রতিনিধি হিসেবে আমি চিন্তিত।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় আক্ষেপও করেন নওশাদ।
এদিকে মনোনয়ন ঘিরেই অশান্তির ছোঁয়া লাগে বসিরহাটেও। মনোনয়ন পর্বে বাধা দেওয়ার অভিযোগের বিহিত চেয়ে বুধবার সকালে বসিরহাটের ন্যাজাট এলাকায় বিডিও অফিসের সামনে টানা অবস্থানে বসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বসিরহাট থেকে দলীয় প্রার্থীদের নিয়ে বাসে করে সুকান্ত মজুমদার আসেন কলকাতায়। সেখানে ছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে জমায়েত করে সেখানেই মনোনয়ন পেশ করতে চান তাঁরা। পুলিশ বাধা দিলে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয় সেখানে। অভিযোগ, কমিশনের দপ্তরের সামনে পুলিশ ব্যারিকেড ভেঙেই এগিয়ে যান তাঁরা। রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকার ও কমিশনের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করে এদিন সমস্ত অভিযোগ জানিয়ে এসেছেন সুকান্ত মজুমদার। মনোনয়ন ঘিরে অশান্তির ছায়া ক্যানিং-এও। মনোনয়ন পর্বের এই অশান্তিকে ভোটে হাতিয়ার করে তুলতে চান বিরোধীরা, এমনটাই মত রাজনৈতিক মহলের।
2. পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা নিয়ে রাজ্যজুড়ে অশান্তির মাঝেই নয়া ইঙ্গিত। বুধবার হাই কোর্টে পঞ্চায়েত রায়ের পরই রাজ্যের এক দুঁদে আইএএস আধিকারিকের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। প্রাক্তন অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সচিব তথা উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক সঞ্জয় বনসল সঙ্গে রাজীবের বৈঠক নিয়ে নয়া জল্পনা রাজনৈতিক মহলে। শোনা যাচ্ছে, সঞ্জয় বনসলকে রাজ্যের অতিরিক্ত নির্বাচন কমিশনার করা হয়েছে।
গত ৭ জুন রাজ্যের নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হন রাজীব সিনহা। একদিন পরই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে দেন তিনি। তবে একদফায় গোটা রাজ্যের ভোট করানো যথেষ্ট কঠিন ব্যাপার। তার উপরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগও উঠেছে গত ক’দিনে। তাছাড়া পঞ্চায়েত নিয়ে হাই কোর্টে একাধিক মামলা চলছে। সেই মামলায় ভোটের জন্য একজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং নিরাপত্তা সংক্রান্ত কাজকর্ম সামলানোটাও ভোটপর্বে একটা গুরুদায়িত্ব, যা একার পক্ষে সামলানো কঠিন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া সহযোগী পাচ্ছেন রাজীব, জল্পনা এমনটাই। তবে উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসক সঞ্জয়ের নিয়োগ নিয়ে সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি এখনও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।